পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓNo প্রকাশিত ভবিষ্যদ্বাক । [৩ অধ্যায়। তাহাদিগকেও মহাক্লেশে শয্যাগত করিব, এবং মৃত্যু- ২৩ দ্বারা তাহার সন্তানগণকে নষ্ট করিব । তাহাতে আমি যে চিত্তের ও মনের পরীক্ষক, এবং তোমাদের প্রত্যেক জনকে আপন ২ কৰ্ম্মানুযায়ি ফল দি, তাহা সমস্ত মণ্ডলী জানিতে পারিবে । কিন্তু তো- ২৪ মাদের বিশেষতঃ খুয়াতীর নগরস্থ সমুদয়ের মধ্যে যাহারা এ শিক্ষাতে শিক্ষিত নয়, ও লোক যাহা শয়তানের নিগুঢ় বিষয় বলে, তাহাতে অনভিজ্ঞ হয়, তাহাদিগকে বলি, আমি তোমাদিগকে কোন নূতন ভণর দিব না । কেবল তোমাদের যাহা অাছে, ২৫ তাহা অামার আগমন পৰ্যন্ত যত্ন করিয়া রাখ । যে জন জয় করিয়া শেষ পর্য্যন্ত তামার কৰ্ম্ম পা- ২৬ লন করিবে, আমি যেমন পিতাহইতে প্রাপ্ত হইয়াছি, তদ্রুপ তাহাকে অন্যদেশীয়দের প্রতি আধিপত্য দিব ; তাহাতে সে তাহাদিগকে লৌহদণ্ডদ্বারা ২৭ শাসন করিলে তাহারা কুম্ভকারের মৃৎপাত্রের ন্যায় চূর্ণ হইবে । এবং তাহাকে প্রভাতি নক্ষত্র প্রদান ২৮ করিব । মণ্ডলীগণের প্রতি আত্মা যে কথা কহেন, ২৯ যাহার কর্ণ অাছে সে তাহ শুনুক ! ৩ অধ্যায় । ১ সাদি মণ্ডলীর প্রতি কথা ৭ ও ফিলাদিল্লফিয়া মণ্ডলীর প্রতি কথা ১৪ ও লায়দিকেয়া মণ্ডলীর প্রতি কথা । আর সার্দি নগরস্থ মণ্ডলীর দূতের নিকটে এই ১ প্রকার লিপি প্রেরণ কর । র্যাহার সমীপে ঈশ্বরের সপ্ত আত্মা ও সপ্ত নক্ষত্র অাছে, তিনি তোমাকে এই কথা কছেন ; আমি তোমার ক্রিয় জানি, আর তুমি যে জীবিত আছে, সে নামমাত্র, কিন্তু নিতান্ত 790