পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ማ : প্রকাশিত ভবিষ্যদ্বাক । [৩ অধ্যায় হইয়াও মিথ্যাবাক্যদ্বারা ভাপনাদিগকে যিহুদী করিয়া বলে, দেখ, এমন শয়তানের সভাস্থ লোকদিগকে আনিয়া তোমার চরণে প্রণাম করাইব ; তাহাতে আমি যে তোমাকে প্রেম করি, তাহ। তাহারা জানিতে পরিবে । তুমি আমার ধৈর্য্যাবলম্বনের কথা রক্ষা করিয়াছ, এই জন্যে পৃথিবীস্থ লোকদের পরীক্ষার্থে যে পরীক্ষাকাল তাবৎ জগজ্জনের নিকটে উপস্থিত হইবে, আমিও তাছাহইতে তোমাকে রক্ষা করিব । দেখ, আমি শীঘ্ৰ আসিতেছি, তোমার মুকুট যেন অন্য কেহ না লয়, এ কারণ তোমার যাহা অাছে, তাহা যত্ন করিয়া রাখ । যে জন জয় করে, সে যেন তার কখন बङ्क्लिंड না হয়, এ কারণ তাহণকে ঈশ্বরের মন্দিরের স্তম্ভস্বৰূপ করিব ; এবং তামার ঈশ্বরের নাম, এবং ঈশ্বরের স্বর্গনিবাস হইতে আগত যে নূতন যিৰূশালম অর্থাৎ ঈশ্বরের নগর তাহার নাম, ও আপনার এক নূতন নাম তাহার উপরে লিখিব । মণ্ডলীগণের প্রতি আত্মা যে কথ। কছেন, যাহার কর্ণ আছে সে তাহ শুনুক । আর লায়দিকেয়। নগরস্থ মণ্ডলীর দূতের নিকটে এই প্রকার লিপি প্রেরণ কর । যিনি যথার্থবাদী, ও বিশ্বাস্য, ও সত্য সাক্ষস্বৰূপ, ও ঈশ্বরের সৃষ্টির আদিকৰ্ত্তা, তিনি তোমাকে এই কথা কহেন ; আমি তোমার ক্রিয় জানি ; তুমি শীতল নও এবং উষ্ণও নও ; কিন্তু তুমি যে শীতল কিম্বা উষ্ণ হও, এই আমার বাঞ্ছ। অতএব শীতল ও উষ্ণ না হইয়। কদুষ্ণ হওয়াতে আমি তোমাকে আপন মুখ হইতে উদগীরণ করিব । তুমি কহিতেছ, আমি ধনবান ও বৰ্দ্ধিষ্ণু হই 792 X > > ネ > N) X 8 X (t × v, >