পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । ᏄᎼNᎼ য়াছি, আমার কিছুরই অভাব নাই ; কিন্তু তুমি যে নিজে দীনহীন ও দুঃখী ও দরিদ্র ও অন্ধ ও উলঙ্গ ১৮ ইহা জান না । তুমি ধনবান হইবার জন্যে অগ্নি > న ネ> ネミ দ্বারা পরিস্কৃত নিৰ্ম্মল স্বর্ণ, এবং নগ্নতাজন্য লজ্জা দূর করণার্থে ও পরিধান করণার্থে শুক্ল বস্ত্র, এবং যাহাদ্বারা তোমার দৃষ্টি প্রসন্ন হয়, চক্ষুতে লেপন করিতে এমত অঞ্জন, এই সকল আমার নিকটহইতে ক্রয় কর, আমি তোমাকে এই পরামর্শ দি ৷ যত লোক আমার প্রেমের পাত্র, সকলকে আমি অনুযোগ ও শাস্তি করিয়া থাকি ; অতএব তুমি উদ্‌ যোগী হইয়া মন ফিরাও । দেখ, আমি দণ্ডায়মান হইয়া দ্বারে আঘাত করিতেছি ; তাহাতে যে কেহ আমার রব শুনিয়া দ্বার মুক্ত করিয়া দিবে, আমি প্রবেশ করিয়া তাহার সহিত ভোজন করিব, এবং সেও অামার সহিত ভোজন করিবে । এবং আমি যেমন জয় করিয়া পিতার সহিত র্তাহার সিংহাসনে উপবেশন করিলাম, তদ্রুপ যে জন জয় করে, আমি তাহাকে আপন সিংহাসনে তাপনার সহিত বসিতে দিব । মণ্ডলীগণের প্রতি আত্মা যে কথা কহেন, যাহার কর্ণ অাছে সে তাহ শুনুক । 8 অধ্যায় | ১ স্বর্গে ঈশ্বরের সিংহাসনের ও প্রাচীন লোকদের ও চক্ষুতে পারপূর্ণ চারি প্রাণির দর্শন। এই ৰূপ হইলে দেখিতেই স্বর্গে এক মুক্ত দ্বার দেখিলাম, এবং তথাহইতে তুরীরবের ন্যায় আমার শ্ৰুত প্রথম রব নির্গত হইয়। আমার প্রতি এই ক - 793