পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । ፵፭)ጫ 업 ৬ অধ্যায় । ১ খ্ৰীষ্টদ্বারা প্রথম ৩ ও দ্বিতীয় ৫ ও তৃতীয় ৭ ও চতুর্থ ৯ ও পঞ্চম ১২ ও ষষ্ঠ মুদ্র খুলন। অনন্তর ঐ মেষশাবক সপ্ত মুদ্রার প্রথম মুদ্র। খুলিলে আমি অবলোকন করিলাম, এবং ঐ চারি প্রাণির মধ্যে এক প্রাণির মেঘগৰ্জ্জনের ন্যায়, ‘আসিয়। দেখ, এই কথা শুনিলাম । পরে দৃষ্টি করিতে ২ শুক্লবৰ্ণ এক অশ্বকে দেখিলাম, এবং যে ব্যক্তি তদাৰূঢ় তিনি ধনুর্ধারী, ও তাহাকে এক মুকুট দত্ত হইল ; এবং তিনি জয়কারী হইয়। পুনঃপুনঃ জয় করিতে প্রস্থান করিলেন । অপর দ্বিতীয় মুদ্র খুলিলে, ‘আসিয়া দেখ, দ্বিতীয় প্রাণির এই কথা শুনিলাম । পরে রক্তবর্ণ এক অশ্ব নির্গত হইল, এবং তদুপবিষ্ট ব্যক্তিকে পৃথিবীহইতে শান্তি দূর করিতে এবং মনুষ্যদিগকে পরস্পর বধ করাইতে ক্ষমতা দত্ত হইল, এবং তাহাকে এক বৃइ९ थङ् मड इड्रेञ t পরে তৃতীয় মুদ্র। খুললে, "আসিয়া দেখ, তৃতীয় প্রাণির এই কথা শুনিলাম ; তাহার পর দেখিতে ২ কৃষ্ণবর্ণ এক অশ্বকে দেখিলাম, এবং তদাৰূঢ় ব্যক্তির হস্তে এক পরিমাণদণ্ড ছিল ; এবং ‘এক সিকি মূল্যে অৰ্দ্ধসের গোম ও এক সিকিতে দেড় সের যব, এবং তৈল ও দ্রাক্ষারসের ক্ষতি করিও না, ঐ চারি প্রাণির মধ্যহইতে এমন এক রব শুনিলাম । তাহার পর চতুর্থ মুদ্রা খুলিলে, ‘আসিয়া দেখ, ৮ চতুর্থ প্রাণির এই কথা শুনিলাম । পরে দেখিতে ২ মৃত্যু নামক এক জন পাণ্ড বর্ণ অশ্বাৰূঢ়কে এবং 797