পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qSb- প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । [৬ অধ্যায় । তৎপশ্চাদগামি পরলোককে দেখিলাম ; এবং খড়গ ও দুর্ভিক্ষ ও মহামারী ও বনজন্তু দ্বারা পৃথিবীর চতুর্থাংশের লোককে নষ্ট করিতে ঐ উভয়কে ক্ষমত। দত্ত হইল । তদনন্তর পঞ্চম মুদ্রা খুলিলে যাহারা ঈশ্বরের বাক্যের নিমিত্তে এবং তদ্বিষয়ের সাক্ষ্য দেওয়াতে হত হইয়াছিল, তাহদের আত্মাকে বেদির নীচে দেখিলাম । তাহার। উচ্চৈঃস্বরে এমত কহিল, “হে পবিত্র সত্যময় প্রভো, আমাদের বধকারি পৃথিবীস্থ লোকদের বিচার করিতে এবং তাহাদিগকে প্রতিফল দিতে আর কত বিলম্ব করিব ?” তখন তাহদের প্রত্যেককে শুভ্র বস্ত্র দত্ত হইল, এবং তাহদের প্রতি এই উক্ত হইল, “তোমাদের ন্যায় হত হইবে যে তোমাদের সহদাস ও ভ্রাতৃগণ, তাহাদের সংখ্যা যে কিঞ্চিৎ কাল পৰ্যন্ত সম্পূর্ণ না হয়, তাবৎ ক্ষান্ত হইয়া থাক । পরে ষষ্ঠ মুদ্র খুলিলে আমি দেখিতে ২ দেখিলাম মহা ভূমিকম্প হইল, এবং সূর্য কেশনিৰ্ম্মিত চটের ন্যায় কৃষ্ণবর্ণ ও চন্দ্র রক্তিমাবর্ণ হইল ; এবং প্রবল বায়ুতে চালিত ডুয়ুরবৃক্ষহইতে যেমন অপকু ফল পড়ে, তদ্রুপ আকাশহইতে পৃথিবীতে নক্ষত্রগণের পতন হইতে লাগিল । এবং চৰ্ম্মপুস্তকের জড়িয়া যাওনের ন্যায় আকাশমণ্ডল চলিয়া গেল, এবং পৰ্ব্বত ও উপদ্বীপ সকল স্থানান্তরে চালিত হইল ; এবং পৃথিবাস্থ রাজার ও প্রধান লোক ও ধনী ও সেনাপতি ও বলবান সমস্ত মনুষ্য ও প্রত্যেক দাস ও মুক্ত জন পশুগুহাতে ও পৰ্ব্বতীয় গহ্বরে আপনাদিগকে লুক্কা য়িত করিয়া কহিতে লাগিল, “হে পৰ্ব্বত ও উপপৰ্ব্বত 798 > X > ネ > \○ > 8 > (t > ○