পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । [৭ অধ্যায়। ه ه خون ইসায়েলের সমুদয় বংশের মধ্যে এক লক্ষ চোয়াল্লিশ সহস্ৰ লোক মুদ্র দ্বারা চিহ্নিত হইল । অনন্তর দেখিতে ২ দেখিলাম, সৰ্ব্বদেশীয় ও সৰ্ব্ব- ৯ বংশীয় ও সর্বরাজ্যীয় ও সৰ্ব্বভাষাবাদি অগণ্য লোক শুক্ল বস্ত্র পরিহিত হইয়। তালপত্র হস্তে লইয়া সিংহাসনের ও মেষশাবকের সম্মুখে দণ্ডায়মান হইয়া, ‘পরিত্রাণার্থে সিংহাসনোপবিষ্ট তামাদের ঈশ্বরের ও ১০ মেষশাবকের জয় ২ কণর হউক, ইহা বলিয়৷ উচ্চৈঃস্বরে জয়ধৃনি করিতে লাগিল । পরে তাবৎ দিব্য ১১ দূত ঐ সিংহাসনের ও প্রাচীনবর্গের ও চারি প্রাণির চতুর্দিগে দণ্ডায়মান হইল, এবং সিংহাসনের সম্মুখে উবুড় হইয়। ঈশ্বরকে প্রণাম করিয়া কহিল, ১২ * এমত হউক ; আমাদের ঈশ্বরের ধন্যবাদ ও মহিমা ও জ্ঞান ও প্রশংসা ও সত্ত্বম ও পরাক্রম ও শক্তি সদণকাল হউক । অণমেন । পরে ঐ প্রাচীনগণের মধ্যে এক জন অণমাকে ১৩ জিজ্ঞাসা করিল, ‘এই শুক্ল বস্ত্রান্বিত লোকের কে ? ও কোথাহইতে আসিয়াছে ? তাহাতে আমি উত্তর ১৪ করিলাম, হে মহাশয়, তুমিই তাহা জ্ঞাত আছ ৷ তখন সে অামাকে কহিল ; ইহার। মহাক্লেশহইতে উত্তীর্ণ হইয়। মেষশাবকের রক্তে আপন২ বস্ত্র ধৌত করণপূর্বক শুক্লবৰ্ণ করিয়া আসিয়াছে । এই জন্যে ১৫ ঈশ্বরের সিংহাসনের সম্মুখে থাকিয়া দিব। রাত্রি র্তাহার মন্দিরে তাহার সেবা করে ; এবং সিংহাসনোপবিষ্ট ব্যক্তি ইহাদের মধ্যে অবস্থিতি ক- , রিবেন ; এবং ইহার। আর কখনো ক্ষুধিত কি ১৬ তৃষ্ণাৰ্ত্ত হইবে না, এবং ইহাদের গাত্রে রৌদ্র কি 800