পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 영 to ৮ অধ্যায়।] প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । سيoخ কোন উত্তাপ লাগিবে না ; কারণ সিংহাসনের মধ্য- . স্থিত মেষশাবক তাহাদিগকে চরাইবেন, ও অমৃত জলের উনুইর নিকটে লইয়া যাইবেন, এবং ঈশ্বর তাহাদের নেত্রজল সকল মুছাইয়া দিবেন। ৮ অধ্যায় । ১ সপ্তম মুদ্র খুলন ১ ও প্রথম ভূরীর ধূনি ৮ ও দ্বিতীয় ভূরীত্বনি ১০ ও ভূতীয় জুরীধুনি ১২ ও চতুর্থ ভূরীধুনি। তদনন্তর সপ্তম মুদ্র খুলিলে দেড় দণ্ড কাল স্বৰ্গ নিঃশব্দ হইল । পরে ঈশ্বরের সম্মুখে দণ্ডায়মান সপ্ত দূতকে দেখিলাম ; এবং ঐ দূতগণকে সপ্ত তুরী দত্ত হইল । পরে স্বর্ণ ধূনাচিখার অন্য এক দূত আসিয়া বেদির নিকটে দণ্ডায়মান হইলেন ; এবং সিংহাসনের সন্মুখস্থ সুবর্ণ বেদির উপরে যেন সমস্ত পবিত্র লোকদের প্রার্থনার সহিত উৎসর্গ করেন, এ কারণ প্রচুর ধূনা তাহাকে দত্ত হইল । তাহাতে ঈশ্বরের সম্মুখে পবিত্র লোকদের প্রার্থনার সহিত দুভের হস্তহইতে ধূনার ধূম উঠিল । পরে ঐ দুত ধূনাচি লইয়। বেদির অগ্নিতে পূর্ণ করিয়৷ পৃথিবীতে নিক্ষেপ করিলেন ; তাহাতে শব্দ ও মেঘগৰ্জ্জন ও বিদ্যুত ও ভূমিকম্প হইল । পরে সাত ভূীপ্রাপ্ত ঐ সাত দূত তুরীবাদ্য করিতে উদ্যত হইল । তাহতে প্রথম দ্রুত ভূরীধুনি করিলে শিলা ও রক্তমিশ্রিত অগ্নি উপস্থিত হইয়। স্থলের উপরে নিক্ষিপ্ত হইল ; তাহাতে (স্থলের তীয় অংশ দগ্ধ হইল, ও) বৃক্ষের তৃতীয় অংশ দগ্ধ হইল, এবং সমুদয় হরিদুর্বর্ণ তৃণও দগ্ধ হইল । অনন্তর দ্বিতীয় দূত ভূরী বাজাইলে অগ্নিতে 801