পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> సి ১২ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । bురిసె স্কার দেওনের, এবং পৃথিবীর নাশকারিদিগকে নষ্ট করণের সময় উপস্থিত হইল।” পরে ঈশ্বরের স্বৰ্গীয় মন্দিরের দ্বার মুক্ত হওয়াতে তন্মধ্যস্থ প্রভূর নিয়মের তাধার সপ্রকাশ হইলে, বিদ্যুৎ ও মেঘগজ্জন ও শব্দ ও ভূমিকম্প ও মহাশিলাবৃষ্টি, এই সকল হইতে লাগিল । ১২ অধ্যায় । ১ এক আশ্চৰ্য্য স্ত্রীর দর্শন ও তাহার প্রসব ও নাগহইতে পূত্রের সহিত তাহার অরণ্যে পলায়ন ৭ ও মীখায়েল ও নাগের যুদ্ধ ও নাগের পরাস্ত হওন ১৩ ও ঐ স্ত্রীর প্রতি নাগের তাড়ন করণ । তদনন্তর স্বর্গমধ্যে এক অতি আশ্চৰ্য্য দর্শন হইল ; সূৰ্য্যভূষণ ও পদতলে চন্দ্রধারিণী ও মস্তকে দ্বাদশ নক্ষত্রযুক্ত মুকুটধারিণী ও গৰ্ববতী এক স্ত্রী প্রসববেদনাতে ব্যথিত হইয়৷ আগৰ্ত্তস্বর করিতে লাগিল । এবং আরও এক আশ্চৰ্য্য দর্শন হইল, সপ্ত মন্তকে সপ্ত মুকুট ও দশ শৃঙ্গবিশিষ্ট এক রক্তবর্ণ নাগ লাঙ্গুলদ্বারা আকাশস্থ তৃতীয়াংশ নক্ষত্রগণকে আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল ; এবং সেই নাগ প্রসববেদনাৰ্ত্ত স্ত্রীর প্রসব করণ সময়ে তাহার সন্তানকে গ্রাস করিতে তাহার সম্মুখে দণ্ডায়মান হইল । পরে লৌহদণ্ডদ্বারা তাবৎ রাজ্য শাসন করিতে পারে, এমত এক পুত্রকে ঐ স্ত্রী প্রসব করিলে তৎক্ষণাৎ ঐ সন্তান ঈশ্বরের ও র্তাহার সিংহাসনের নিকটে আনীত হইল । এবং এক সহস্র দুই শত ষষ্টি দিন পর্যন্ত তাহার প্রতিপালন করণার্থে ঈশ্বর অরণ্যমধ্যে যে স্থান প্রস্তুত করিয়া ছিলেন, সেই স্থানে ঐ স্ত্রী পলায়ন করিল। 809