পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o ԴՀ- মথিলিখিত সুসমাচার। [২২ অধ্যায়। বা বাণিজ্যে আপন পথে চলিয়া গেল । এবং অন্য২ লোকের তাহার দাসদিগকে ধরিয়া দৌরাত্ম্য ব্যবহার করিয়া তাহাদিগকে বধ করিল । অনন্তর সে রাজ। এই সংবাদ পাইয়। মহাক্রোধান্বিত হইয়া সৈন্যসামন্ত প্রেরণ পূর্বক ঐ হত্যাকারিদিগকে সংহার করিয় তাহাদের নগর দগ্ধ করিলেন । পরে তিনি আপন দাসদিগকে কহিলেন, বিবাহের ভোজ প্রস্তুত আছে, কিন্তু নিমন্ত্রিত লোকের অযোগ্য ; অতএব তোমরা রাজপথে গিয়৷ আর যত লোকের দেখা পাও, তাবৎকে বিবাহের ভেজে নিমন্ত্রণ কর । তাহাতে ঐ দাসের রাজপথে গিয়। ভাল মন্দ যত লোকের দেখা পাইল, তাবৎকেই সংগ্ৰহ করিয়া আনিল ; তাহাতে অভ্যাগত লোকেতে বিবাহের বাটী পরিপূর্ণ হইল । তখন সেই রাজা অভ্যাগত সকলকে দেখিতে ভিতরে আইলে পর সেই স্থানে বিবাহবন্ত্ৰহীন এক জনকে দেখিয় তাহাকে কহিলেন, হে মিত্র, তুমি বিবাহবন্ত্র ব্যতিরেকে এ স্থানে কি ৰূপে প্রবেশ করিলা ? তাহাতে সে নিরুত্তর হইল । তখন রাজা অনুচরদিগকে কহিলেন, ইইকে হস্ত চরণে বন্ধন পূর্বক লইয়া যে স্থানে রোদন ও দন্তের ঘর্ষণ হয়, সেই বহির্ভূত অন্ধকারে নিক্ষেপ কর । এই ৰূপে অনেকে আহুত, কিন্তু অপ মনোনীত । অনন্তর ফিন্ধশিরা যাইয়। কোন মতে কথোপকথনে তাহাকে ফাদে ফেলিতে পারে, এই মন্ত্রণা করিয়া হেরোদীয় লোকদের সহিত আপনাদের শিষ্যগণদ্বারা তাহাকে কহিয়া পাঠাইল, হে গুরো, আপনি সত্য, এবং সত্যৰূপে ঈশ্বরের পথ দেখাইতেছেন, আর তদ্বি যয়ে কাহারও অনুরোধ এবং কোন মনুয্যের মুখাপেক্ষা 72 &) సి У о X > > R > Nう > 8 X (t × ·Y,