পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮১২ প্রকাশিত ভবিষ্যদ্বাক । [১৩ অধ্যায়। কর্তৃত্ব ভার সমর্পণ করাতে সকলে নাগকে প্রণাম করিল, এবং ঐ পশুর তুল্য কে আছে ? ও তাঙ্গর সহিত কে সংগ্রাম করিতে পারে ?’ ইহা বলিয়। তাহারা সে পশুকেও প্রণাম করিল । আর অহংকারের কথা ও নিন্দবাক্য কহিতে তাহাকে বক্ত দত্ত হইল, ও বিয়াল্লিশ মাস পর্যন্ত যুদ্ধ করিতে ক্ষমতাও দেওয়া গেল । তাহাতে ঈশ্বরকে ও র্তাহার নামকে ও তাম্বুকে ও স্বর্গানবাসি লোকদিগকে নিন্দ করিতে সে আপন মুখ বিস্তার করিল । এবং পবিত্র লোকদের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিতে এবং তাবৎ বংশীয় ও তাবৎ ভাষাবাদি ও তাবৎ দেশীয় লোকদের উপরে কর্তৃত্ব করিতে তাহাকে ক্ষমতা দত্ত হইল । তাছাতে যাহদের নাম জগৎ সৃষ্টির পৰ্ব্বাবধি বলিৰূপে হত মেষশাবকের জীবনপুস্তকেতে লিখিত নাই, সেই সকল পৃথিবীস্থ লোক তাহাকে প্রণাম করিবে । যাহার কৰ্ণ অাছে, সে শুনুক । যে জন অন্যকে বন্দী করিয়া লইয়া যায়, সে আপনি বন্দী হইয়। নীত হইবে ; এবং যে জন খড়গদ্বারা নষ্ট করে, সে আপনি খড়গদ্বারা নষ্ট হইবে । ইহাতে পবিত্র লোকদের ধৈর্য্য ও বিশ্বাস আছে । তদনন্তর মেষশাবকের ন্য য় দুই শৃঙ্গবিশিষ্ট ও নাগের ন্যায় বাক্যবাদী অার এক পশুকে আমি পৃথিবীহইতে উঠিতে দেখিলাম । সে প্রথম পশুর সাক্ষাতে তাহার তাবৎ কর্তৃত্ব করিতে লাগিল, এবং ধে প্রথম পশুর সাংঘাতিক ক্ষত ভাল হইল, তা হাকে পৃথিবীকে ও পৃথিবীস্থ তাবৎ লোককে প্রণাম 812 X > > ネ