পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-58 প্রকাশিত ভবিষ্যদ্বাক । [১৪ অধ্যায় । দেখিলাম । আর স্বৰ্গহইতে অনেক জলের কল্লোলের ও গভীর মেঘগৰ্জ্জনের ন্যায় ধূনি শুনিলাম, ও বীণাবাদ্যকারিগণের বীণাধুনি শুনিলাম । এবং তাহারা সিংহাসনের সম্মুখস্থ চারি প্রাণির ও প্রাচীনগণের সাক্ষাতে এক নূতন গীত গান করিল ; কিন্তু পৃথিবীহইতে উদ্ধৃত এক লক্ষ চোয়াল্লিশ সহস্ৰ লোক i্যতিরেক আর কেহ ঐ গীত শিখিতে পারিল না । তাহারা শুচি ছিল, এবং বেশ্যাদের সংসর্গেতে অপবিত্রীকৃত হয় নাই ; এবং যে কোন স্থানে মেষশাবক গমন করিলেন, সে স্থানে তাহারা তাহার পশ্চাদগামী হইল ; এবং মনুষ্যের মধ্যহইতে মুক্ত হইয়। ঈশ্বরের ও মেষশাবকের উদেশে প্রথমজাত ফলস্বৰূপ হইল । আর তাছাদের মুখহইতে কখনো মিথ্যণকথা নির্গত হয় নাই । তাহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে নির্দোষ হয় । তদনন্তর আকাশমধ্যে উড়ডীয়মান এক দৃতকে দেখিলাম ; সে পৃথিবীনিবাসি তাবৎ দেশীয় ও তাবৎ বংশীয় ও তাবৎ ভাষাবাদি ও তাবৎ রাজ্যীয় লোকদের প্রতি প্রচার করিতে সদাকালস্থায়ি সুসমাচার পাইয়া উচ্চৈঃস্বরে এই কথা কহিল, ঈশ্বরের বিচারসময় উপস্থিত ; অতএব তাহাকে ভয় করিয়া তাহার মহিমা প্রকাশ কর ; এবং যিনি আকাশমণ্ডল ও পৃথিবী ও সমুদ্র ও উনুই ইত্যাদি সকলের সৃষ্টি করিয়াছেন, তাহাকে প্রণাম কর।” পরে আর এক দুত তাহার পশ্চাদগামী হইয় এই কথা কহিল, ‘বাবিল নামে মহানগরী পতিত হয়, সে পতিত হয়, কারণ সে তাবদেশীয় লোককে 814 R Nඋ