পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বীকf । bot কোপ ও ব্যভিচারন্ধপ মদিরা পান করাইয়াছে।’ ৯ এবং তৎপশ্চাৎ তৃতীয় দূত আসিয়া উচ্চৈঃস্বরে এই কথা কহিল ; “যদি কেহ সেই পশুকে কিম্বা তাহার প্রতিমণকে প্রণাম করে, অথবা তাহার চিহ্ন আ১ • পন কপালে কি হস্তে ধারণ করে, তবে সে ব্যক্তি ঈশ্বরের কোপৰূপ যে অমিশ্রিত মদির দণ্ডৰূপ পাত্রে ঢাল গিয়াছে, সেই মদিরা পান করিবে, এবং পবিত্র দূতগণের ও মেষশাবকের সাক্ষাতে গন্ধ১১ কাগ্নিতে যন্ত্রণ পাইবে ।’ আর যাহারা সেই পশুকে কিম্বা তাহার প্রতিমণকে নমস্কার করে, এবং যাহারা তাহার নামের চিহ্ন ধারণ করে, সৰ্ব্বদা তাছাদের যাতনার ধূম উঠিবে, এবং তাহারা দিব|১২ রাত্রির মধ্যে বিশ্রাম পাইবে না । এ বিষয়ে ঈশ্বরের আজ্ঞা ও যীশুর ধৰ্ম্ম পালনকারি পবিত্র ১৩ লোকদের ধৈর্য প্রকাশিত আছে । আর আমার প্রতি উক্ত এই আকাশবাণী শুনিলাম, যাহার। প্রভুর আশ্রয়ে থাকিয়া মরে, তাহারা তৎক্ষণাৎ ধন্য, ইহা লেখ ; এবং তাহারা আপনাদের শ্রমহইতে বিশ্রাম পায়, ও তাহদের কৰ্ম্ম তাছাদের পশ্চাদ্‌ গামী হয়, ইহাও আত্মা কছেন । ১৪ তদনন্তর দেখিতেই শ্বেতবর্ণ মেঘ ও তদুপবিষ্ট সুবর্ণ মুকুট ও হস্তে তীক্ষু কান্তাধারি মনুষ্যপুত্রের ১৫ ন্যায় এক ব্যক্তিকে দেখিলাম । পরে মন্দিরহইতে অার এক দূত নির্গত হইয়া ঐ মেঘান্ধঢ় ব্যক্তিকে উচ্চৈঃস্বরে কহিল, ‘পৃথিবীর শস্য সকল পরিপক হওয়াতে শস্যচ্ছেদনের সময় উপস্থিত ; অতএব কাস্ত্য। ১৬ দিয়া শস্য ছেদন কর l' তাহাতে মেঘাৰ ব্যক্তি 815