পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশিত ভবিষ্যদ্বাকf । [১৫ অধ্যায়। و لاسرا . আপনার কাস্ত্যাদ্বারা পৃথিবীতে শস্য ছেদন করিলে পৃথিবীর সমুদয় শস্য ছিন্ন হইল । তদনন্তর স্বৰ্গস্থ মন্দিরহইতে আর এক তীক্ষু কাস্ত্যাধারি দূত বহির্গত হইল । আর অগ্নির অধিপতি এক দৃত যজ্ঞবেদিহইতে নির্গত হইয়া ঐ তীক্ষু কাস্ত্যাধারি ব্যক্তিকে উচ্চৈঃস্বরে এই কথা কহিল, ‘পৃথিবীন্থ দ্রাক্ষফল সকল পরিপকৃ আছে ; অতএব আপন তীক্ষু কাস্ত্যা দিয়া পৃথিবীর দ্রাক্ষাফলের স্তবক ছেদন কর।’ তাহাতে ঐ দূত পৃথিবীতে দ্রাক্ষফল ছেদন করিয়া ঈশ্বরের ক্ৰোধৰূপ মহাকুণ্ডে তাহ পেষণার্থে নিক্ষেপ করিল । পরে নগরের বাহিরে ঐ কুণ্ডে তাহা পেষণ করিলে তন্মধ্যহইতে রক্ত নিগর্ত হইয়া উন্ধুে অশ্ববলগা পৰ্যন্ত এক শত ক্রোশ ব্যাপ্ত হইল । ১৫ অধ্যায়। ১ সপ্ত উৎপাভকারি সপ্ত দূতের দর্শন ও পশ্বকে জয়কারিদের গীত • ও ঈশ্বরের কোপরূপ সপ্ত পাত্রের চালন । পরে স্বগেতে আর এক বড় আশ্চৰ্য্য চিহ্ন দেখিলাম ; ফলতঃ যে উৎপাতদ্বারা ঈশ্বরের ক্রোধ সফল হয়, এমত উৎপাতকারি সপ্ত দূতকে দেখিলাম ; এবং অগ্নিমিশ্রিত কাচময় পাত্রৰূপ এক সমুদ্র দেখিলাম ; এবং যাহারা পশুর প্রতিমা ও চিহ্ন ও নামের সং– খ্যার সহিত পশুকে জয় করিয়াছে, তাহারা ঈশ্বরের বীণাধারী হইয়া ঐ কাচময় সমুদ্রের নিকটে দণ্ডায়মান হইয়া ঈশ্বরের দাস মূসার ও মেষশাবকের গানদ্বারা এই স্তব করিতে লাগিল, “হে সৰ্ব্বশক্তি মন প্রভো পরমেশ্বর, তোমার কৰ্ম্ম অতি মহৎ ও 816 > * > b〜 X > R • o