পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t X R. s অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । هلاعيا আশ্চৰ্য্য ; হে দেশীয়দের রাজন, তোমার পথ প্রকৃত ও যথার্থ ; অতএব হে প্রভো, কে তোমাকে ভয় না করিবে ? এবং কে তোমার নামের গেীরব না করিবে ? কেবল তুমিই পবিত্র, ও তোমার দণ্ড সপ্রকাশ হওয়াতে সৰ্ব্বদেশীয় লোকেরাই অাসিয়া তোমার সাক্ষাতে প্রণাম করিবে ।” অনন্তর আমি দেখিতে ২ স্বগেতে সাক্ষ্যতাম্বুর ন্যায় মন্দিরের দ্বার মুক্ত দেখিলাম ; এবং শুচি ও শুভ্ৰবর্ণ বস্ত্রান্বিত ও বক্ষঃস্থলে সুবর্ণ পটুকাবদ্ধ, এমত সপ্ত উৎপাতকারী সপ্ত দূত মন্দিরহইতে বহির্গত হইলে চারি প্রাণির মধ্যে এক প্রাণী অনন্তকালস্থায়ি ঈশ্বরের ক্রোধেতে পরিপূর্ণ সপ্ত সুৱৰ্ণ পাত্র ঐ সপ্ত দূতকে প্রদান করিল । তাহাতে ঈশ্বরের তেজ ও পরাক্রমজাত যে ধূম, তাহাদ্বারা মন্দির পরিপূর্ণ হইল ; এবং যে পৰ্য্যন্ত সপ্ত দূতের সপ্ত উৎপাত সমাপ্ত না হইল, তাবৎ কেহ মন্দিরের মধ্যে প্রবেশ করিতে পারিল না । ১৬ অধ্যায় । ১ পাত্র চালন ২ ও প্রথম পাত্র ঢালন ৩ ও দ্বিতীয় পাত্র ঢালম ৪ ও তৃতীয় পাত্র ঢালন ৮ ও চতুর্থ পাত্র চালন ১০ ও পঞ্চম পাত্ৰ ঢালন ১২ ও ষষ্ঠ পাত্র ঢালন ১৭ ও সপ্তম পাত্র ঢালন । পরে মন্দিরহইতে ঐ সপ্ত দূতের প্রতি উক্ত এই মহারব শুনিলাম, ‘তোমরা যাইয়। ঈশ্বরের ক্রোধের ঐ সপ্ত পাত্র পৃথিবীতে ঢালিয় দেও।' পরে প্রথম দূত গিয়া স্থলের উপরে আপন পাত্র ঢালিলে পশুর নামাঙ্কিত ও তাহার প্রতিমাসেবক মনুষ্যদের শরীরে গলিত ও বেদনাবিশিষ্ট ক্ষত হইল । 81 7