পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশিত ভবিষ্যদ্বাক । [১৬ অধ্যায় । مولانيb পরে দ্বিতীয় দূত সমুদ্রের উপরে আপন পাত্র ঢালিলে সমুদ্রের জল মৃত লোকের রক্ত সদৃশ হওয়াতে তন্মধ্যস্থ জীবজন্তু সকল প্রাণত্যাগ করিল ৷ অপর তৃতীয় দূত সমস্ত নদীতে ও উনুইতে আপন পাত্র ঢালিয়। দিল, তাহাতে সমুদয় জল রক্ত হইয় গেল । তখন জলাধিপতি দৃতহইতে এই ৰূপ কথা শুনিলাম, হে বর্তমান ও ভূত ও ভবিষ্যৎ ত্রিকালস্বৰূপ প্রভো, তুমি ন্যায়কারী ও পবিত্র, এই জন্যে এমত ন্যায়বিচার করিয়াছ । কেনন। লোকেরা তোমার পবিত্ৰগণের ও ভবিষ্যদ্বস্তৃগণের রক্তপাত করিয়াছিল, একারণ তুমি তাহাদিগকে রক্ত পান করিতে দিয়াছ, তাহারাও ইহার যোগ্য বটে। অনন্তর বেদির নিকটহইতে আর এক দূতের এই কথা শুনিলাম, ‘সত্য, হে সৰ্ব্বশক্তিমন প্রভো পরমেশ্বর, তোমার দণ্ড সমস্তই যথার্থ ও প্রকৃত । পরে চতুর্থ দূত সূর্যের উপরে আপন পাত্র ঢালিয়া দিল, তাহাতে সে অগ্নিদ্বারা মনুষ্যদিগকে দগ্ধ করিতে সক্ষম হইল । তখন মনুষ্যেরা অত্যন্ত সন্তাপে দগ্ধ হইয়। এই সকল উৎপাতের কৰ্ত্ত যে ঈশ্বর, তাহার গৌরব করিতে মন না ফিরাইয়। র্তাহার নামের নিন্দ করিল ৷ -- অপর পঞ্চম দূত সেই পশুর সিংহাসনের উপরে আপন পাত্র ঢালিল ; তাহাতে তাহার রাজ্য অন্ধকারময় হইল, এবং লোকেরা বেদন প্রযুক্ত আপনাদের জিহবাকে দংশন করিল । এবং অগপনাদের বেদন ও ক্ষত প্রযুক্ত স্বৰ্গস্থ ঈশ্বরকে নিন্দ করিয়া আপনাদের কুকৰ্ম্মহইতে মন ফিরাইল না । 818 - סא У о X X