পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ケペ* প্রকাশিত ভবিষ্যদ্বাঁক । {১৮ অধ্যায় । জানিবা । অণর যে দশ শৃঙ্গ দেখিয়াছ, তাহারা ১৬ এবং পশু বেশ্যাকে ঘৃণা করিবে, এবং তাহাকে দীনহীন ও নগ্না করিয়। তাহার মাংস ভোজন করিবে, এবং তাহণকে অগ্নিতে দগ্ধ করিবে । যে ১৭ পৰ্য্যন্ত ঈশ্বরের উক্ত বাক্য সফল না হয়, তাবৎ কাল ঈশ্বর আপন মনস্থ সিদ্ধ করিতে, এবং একবাক্য করিয়া সেই পশুকে রাজ্য প্রদান করিতে তাহাদের প্রবৃত্তি দিবেন । আর তুমি যে না- ১৮ রীকে দেখিয়াছ সে পৃথিবীর রাজগণের উপরে কর্তৃত্বকারিণী মহানগরী জানিবা । ১৮ অধ্যায় । ১ বাবিলের অধঃপতন ও তা হাঁহইতে ঈশ্বরের লোকের বহির্গমন ও তাহার জন্যে রাজাদের ও বাণিজ্যকারিদের ও জাহাজীয় লোকদের বিলাপ ও ঈশ্বরের লোকদের আনন্দ ২১ ও বাবিলের ● 5নের দৃষ্টান্ত । অনন্তর আমি আর এক মহাবলবান দুতকে স্বৰ্গ- ১ হইতে নামিতে দেখিলাম ; তাহার ছটাতে পৃথিবী দীপ্ত হইল । পরে সে মহাশব্দ করিয়া উচ্চৈঃস্বরে ২ কহিতে লাগিল, বাবিল মহানগরী পতিত হইল, সে পতিত হইল, এবং ভূতগণের বাসস্থান ও তাবৎ অশুচি ভূতের আবাস ও তাবৎ অপবিত্র কুৎসিত পক্ষির পিঞ্জর স্বৰূপ হইল । কেননা সমস্ত দেশীয় ৩ লোক তাহার ব্যভিচারজাত কোপৰূপ মদিরা পান করিয়াছে, এবং পৃথিবীর তাবৎ নৃপতিবর্গ তাহার সহিত ব্যভিচারকর্ম করিয়াছে, এবং তাহার সুখভোগের বাহুল্যপ্রযুক্ত পৃথিবীর বণিকেরা ভাগ্যবান হইয়াছে।’ তদ্ভিন্ন স্বৰ্গহইতে উক্ত এই অণর এক ৪ 822