পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায়।] প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । bペNう রব শুনিলাম ; হে আমার লোকেরা, তোমরা যেন এই বাবিলের পাপের অংশী না হও, ও তাহার উৎপাতগ্রস্ত না হও, এই নিমিত্তে তাহণহইতে বহির্গত ৫ হও । তাছার পাপ স্বৰ্গ পৰ্যন্ত উঠিয়াছে, এবং ৬ তাহার কৰ্ম্ম ঈশ্বরের স্মরণে আসিয়াছে । সে তোমাদিগকে যেৰূপ দান করিয়াছে তোমরাও তাহাকে তাদৃশ প্রতিদান কর ; এবং তাছার ক্রিয়ানুৰূপ দ্বিগুণ প্রতিফল দেও ; এবং সে যে পেয় প্রস্তুত করিয়াছে, তাছার পাত্রে সেই পেয়ের দ্বি৭ গুণ দেও । এবং সে যত আত্মগৌরব করিয়াছে, ও সুখে কাল যাপন করিয়াছে, তাহাকে তত যন্ত্রণ ও শোক দেও ; কেননা ‘আমি বিধবা নহি, রাণী হইয়। বিরাজমান আছি, এবং কদাচ শোক পাইব না, সে অণপন মনে২ এমন কথা কহিয়াছে ৷ ৮ অতএব এক দিনেই তাহার প্রতি এই সমস্ত উৎপাত ঘটিবে ; ফলতঃ মৃত্যু ও শোক ও দুর্ভিক্ষ ঘটিলে সে শেষে অগ্নিতে দগ্ধ হইবে ; তাহার বিচারকর্তা যে প্রভু পরমেশ্বর তিনি সৰ্ব্বশক্তিমান । ৯ এবং পৃথিবীর যে সমস্ত রাজা তাহার সঙ্গে ব্যভিচারকর্ম ও সুখে কাল যাপন করিয়াছে, তাহারা তাহার দহনের ধূম দেখিয়া ক্ৰন্দন ও বিলাপ ক১• রিবে । এবং তাহার যন্ত্রণার ভয়ানকতা প্রযুক্ত দুরে দাড়াইয়া এই কথা কহিবে, হায়২ মহানগরী বাবিল ! হে বলবৎ নগরি, এক দণ্ডে তোমার ১১ দণ্ড হুইল ।’ এবং পৃথিবীর বাণিজ্যকারিরা তাহার নিমিত্তে ক্ৰন্দন ও বিলাপ করিবে ; যে ছে তুক তাহদের বাণিজ্যের সামগ্ৰী কেহ আর ক্রয় 823