পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-R○ প্রকাশিত ভবিষ্যদ্বাক্য। [১৯ অধ্যায়। অনন্তর স্বৰ্গহইতে অনেক লোকের উক্ত এই এক মহারব শুনিলাম, ‘পরমেশ্বরের ধন্যবাদ কর, কেনন পরিত্রাণ ও মহিমা ও সত্ত্বম ও শক্তি এ সকলি আমাদের প্রভু পরমেশ্বরের l তাহার সকল দণ্ড যথার্থ ও প্রকৃত ; যে মহাবেশ্য আপন ব্যভিচার ক্রিয়াতে পৃথিবীস্থ লোককে ভ্ৰষ্ট করিয়াছিল, তাহার দণ্ড তিনি করিলেন, ও অাপন সেবকদের রক্তপাতের প্রতিফল তাহাকে দিলেন ।' এবং তাহারা আর বার কহিল, ‘পরমেশ্বরের ধন্যবাদ কর ; তাহার ধূম নিত্য২ উঠে । পরে সেই চব্বিশ প্রাচীন ও চারি প্রাণী উবুড় হইয়া সিংহাসনোপবিষ্ট ঈশ্বরকে প্রণাম করিয়া কহিল, “ এমত হউক, পরমেশ্বরের ধন্যবাদ কর ।” তাহার পর সেই সিংহাসনহইতে এই এক রব হইল ; “হে ঈশ্বরের সেবকগণ, হে তাহার ভয়কারিগণ, তোমরা ক্ষুদ্র কি মহান সকলেই আমাদের ঈশ্বরের প্রশংসা কর । পরে অনেক জলের কল্লোলধূনি ও ঘোর মেঘগজর্জনের শব্দের ন্যায় লোক সমূহের এই রব শুনিলাম, পরমেশ্বরের ধন্যবাদ কর, সর্বশক্তিমান প্ৰভু পরমেশ্বর রাজত্ব করেন । আইস, আমরা আনন্দ ও উল্লাস করি, ও র্তাহার সম্মান করি ; কেননা মেষশাবকের বিবাহ উপস্থিত হইল, ও র্তাহার স্ত্রী আপনাকে সুসজ্জিত করিল । এবং পবিত্র লোকদের পুণ্যস্বৰূপ যে নিৰ্ম্মল ও শুভ্ৰ সূক্ষ বস্ত্র, তাহা পরিধান করিতে তাহাকে দত্ত হইল । পরে আমাকে উক্ত হইল, “যাহারা মেষশাবকের বিবাহ ভোজেতে নিমন্ত্রিত হয়, তাহারা ধন্য, ইহা লেখ ; 826 X 영