পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペレ・ প্রকাশিত ভবিষ্যদ্বাক্য। [২০ অধ্যায় । অনন্তর আমি সূর্যের মধ্যে দণ্ডায়মান এক দূতকে দেখিলাম ; সে আকাশে উড়ডীয়মান তাবৎ পক্ষির প্রতি উচ্চৈঃশব্দেতে এই কথা কছিল, “তোমর। সকলে ঈশ্বরের প্রস্তুত মহাভোজে আসিয়৷ সভাস্থ হও, এবং রাজগণের ও সেনাপতিবর্গের ও বিক্রমি লোকদের, ও অশ্বগণের ও অশ্বান্ধঢ়গণের, এবং যুক্ত ও বদ্ধ, এবং ক্ষুদ ও মহান, তাবৎ প্রকার মনুষ্যের মাংস ভক্ষণ কর । পরে ঐ অশ্বাৰূঢ় ব্যক্তির ও র্তাহার সৈন্যের সঙ্গে যুদ্ধ করিতে সেই পশুকে ও সৈন্যসামন্তের সহিত পৃথিবীর রাজগণকে একত্র হইতে দেখিলাম । তাহাতে সেই পশু, এবং তাহার সহিত যে ভাক্ত ভবিষ্যদ্বক্তা তাহার সাক্ষণতে অণশচৰ্য্য কৰ্ম্ম করিয়া পশুর চিহ্নগ্রাহিদিগকে ও তাহার প্রতিমাপূজকদিগকে ভুলাইয়াছিল, ঐ উভয় ধরা পড়িল, এবং জীবৎ থাকিয়াই অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে নিক্ষিপ্ত হইল । কিন্তু অবশিষ্ট লোকের সেই অশ্বাৰূঢ় ব্যক্তির মুখহইতে নির্গত খড়গদ্বারা হত হইল, এবং পক্ষি সকল অগসিয়া তাহদের মাংসেতে তৃপ্ত হইল । ২০ অধ্যায় । ১ এক সহসু বৎসর পর্যন্ত শয়তানের বন্ধন ৪ ও প্রথম উত্থান ও শয়তানের মুক্তি ও যুদ্ধার্থে জুঞ্জ ও মাজুজের একত্র হওন ও তাহীদের বিনাশ ও শয়তানের নরকে নিক্ষিপ্ত হওন ১১ ও বিচারদিনের কথা । অনন্তর আমি অতলস্পর্শ কুণ্ডের চাবি ও এক মহাশৃঙ্খল বিশিষ্ট এক দৃতকে স্বৰ্গহইতে নামিতে 828 - 영 > ケ* X > R • R >