পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-\Oc প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । [২০ অধ্যায়। দিগকে জুলাইয়া সংগ্রামের নিমিত্তে একত্র করিতে বহির্গমন করিবে । তাহারা পৃথিবীর প্রস্থ দিয়া আণালয়া পবিত্র লোকদের শিবির ও প্রিয় নগর ঘেরিবে ; তখন ঈশ্বরের নিকটহইতে স্বর্গনিগত আমি তাহাদিগকে গ্রাস করিবে । এবং যে স্থানে সেই পশু ও ভক্তি ভবিষ্যদ্বক্তা আছে, সেই সগন্ধক অগ্নিময় হ্রদেতে তাহাদের ভ্রান্তিকারক শয়তান নিক্ষিপ্ত হইবে ; সে স্থানে তাহারা অনন্তকাল দিব রাত্রি যন্ত্রণ ভোগ করিবে । তাহার পর আমি এক মহা শুভ্র সিংহাসন ও তদুপবিষ্ট এক ব্যক্তিকে দর্শন করিলাম ; তাহার সম্মুখহইতে পৃথিবী ও আকাশমণ্ডল পলায়ন করিল ; তাহদের অণর উদেশ পাওয়া গেল না । অনন্তর ক্ষুদ্র কি মহান তাবৎ মৃত লোককে ঈশ্বরের সম্মুখে দণ্ডায়মান হইতে দেখিলাম ; পরে সকল পুস্তক খোলা গেল, বিশেষতঃ জীবনপুস্তক নামে অন্য এক পুস্তক খোলা গেল, এবং পুস্তকগণে লিখিত বচনদ্বারা সেই সমস্ত মৃত লোক আপন ২ কৰ্ম্মানুসারে বিচারিত হইল । এবং সমুদ্র আপনার মধ্যস্থিত তাবৎ মৃত লোককে সমৰ্পণ করিল, এবং মৃত্যু ও পরলোক আপনাদের মধ্যস্থিত লোককে সমর্পণ করিল, এবং আপন২ কৰ্ম্মানুসারে প্রত্যেক জন বিচারিত হইল । পরে মৃত্যু ও পরলোক অমিত্রদে নিক্ষিপ্ত হইল ; এই দ্বিতীয় মৃত্যু । এবং জীবন পুস্তকে যে কাহার নাম লিখিত নাই, সে অয়িত্ত্বদে নিক্ষিপ্ত হইল । 830 У о > X > R. > ○ X 8 > (t