পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ss অধ্যায়।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । *ヘ9う ২১ অধ্যায় । ১ নূতন আকাশমণ্ডলের ও পৃথিবীর দর্শন ২ ও নূতন ধর্মনগরী ষিরুশালমের দর্শন ১ ও তাহার ভেজের ও আকারের ও ধনের ও সুখের বর্ণনা । পরে আমি এক নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবীকে দেখিলাম ; পূৰ্ব্বীয় আকাশমণ্ডল ও পৃথিবী লুপ্ত হইয়াছিল, সমুদ্রও আর হইল না । অণর বরের নিমিত্তে প্রস্তুত কোন কন্যা যেমন বিভূষিত হয়, তদ্রুপ আমি যোহন ঈশ্বরের নিকটহইতে নূতন ধৰ্ম্মনগরী যিৰূশালমকে স্বৰ্গহইতে নামিতে দেখিলাম। পরে স্বৰ্গহইতে এই গভীর আকাশবাণী শুনিলাম, “দেখ, মনুষ্যদের মধ্যে ঈশ্বরের অবাস অাছে, এবং তাহদের মধ্যে তিনি বাস করিবেন, এবং তাহারা তাহার লোক হইবে, এবং তিনি আপনি তাহদের ঈশ্বর হইয় তাহদের সঙ্গে থাকিবেন । এবং ঈশ্বর তাহদের চক্ষুর তাবৎ জল মুছাইয়া দিবেন, তাহাতে মরণ আর কখনো হইবে না, এবং শোক কি রোদন কি ব্যথা কিছুই আর কখনো হইবে না ; পুবীয় ふ এই সকল গত হইল । পরে সেই সিংহাসনোপবিষ্ট ব্যক্তি কছিলেন, “এই দেখ, আমি তাবৎ বিষয়ের নূতন সৃষ্টি করিলাম ; এবং পুনশ্চ আমাকে কহিলেন, “দেখ, কেননা এ কথা সত্য ও বিশ্বসনীয় । পরে তিনি অণর বার অামাকে কছিলেন, ‘সমাপ্ত হইল, আমি ক ও ক্ষ, অর্থাৎ আদি ও অন্তস্বৰূপ ; যে জন পিপাসিত অাছে, তাহাকে আমি বিনা মূল্যে জীবনৰূপ উনুইয়ের 831