পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । *Nういご) যে দূত আমার সঙ্গে কথোপকথন করিল, তাহার হস্তে ঐ নগর ও তাহার দ্বার ও প্রাচীর পরি১৬ মাণ করণার্থে একটা সুবর্ণ নল আছে । ঐ নগর চতুষ্কোণ, তাহার দীর্ঘ ও প্রস্থ সমান ; সে সেই নলদ্বারা নগরের পরিমাণ করিলে দ্বাদশ সহসু, তীর পরিমাণ হইল, তাহার দীর্ঘ ও প্রস্থ ও উচ্চ ১৭ এক সমান। পরে তাহার প্রাচীরের পরিমাণ করিলে মনুষ্যের অর্থাৎ ঐ দূতের এক শত চোয়া১৮ ক্লিশ হস্ত পরিমাণ হইল । সূৰ্য্যকান্ত মণি নিৰ্ম্মিত তাহার প্রাচীর, এবং ঐ নগর নিৰ্ম্মল কাচের স১৯ দৃশ পরিস্কৃত সুবর্ণ নিৰ্ম্মিত । প্রাচীরের ভিত্তিমূল নানা প্রকার মূল্যবান রত্নেতে ভূষিত ; তাহার প্রথম ভিত্তিমূল সূৰ্য্যকান্তের, ও দ্বিতীয় নীলকান্তের, ২ • ও তৃতীয় লালের, ও চতুর্থ মরকতের ; ও পঞ্চম বৈদূর্যের, ও ষষ্ঠ চুনীর, ও সপ্তম চন্দ্রকান্তের, ও অষ্টম গোদন্তের, ও নবম পদ্মরাগের, ও দশম লশুনীয়ের, ও একাদশ পেরোজের, ও দ্বাদশ কটা২১ হেলার আছে । এবং এক ২ মুক্তানিৰ্ম্মিত এক২ দ্বার, এইৰূপ দ্বাদশ মুক্তাতে দ্বাদশ দ্বার ; নগরের সমস্ত পথ পরিস্কৃত সুবর্ণ ( ভূষিত, ) ও কাচের ২২ ন্যায় নিৰ্ম্মল । কিন্তু এই নগরের মধ্যে আমি কোন মন্দির দেখিলাম না ; কারণ সৰ্ব্বশক্তিমান প্রভু পরমেশ্বর এবং মেষশাবক তাহার মন্দিরস্ব২৩ ৰূপ আছেন । আর দীপ্তির নিমিত্তে সে নগরে চন্দ্র সূর্যের কিছু আবশ্যকতা নাই ; ঈশ্বরের তেজোদ্বার। সে নগর দেদীপ্যমান হয়, ও তাছাতে ২৪ মেষশাবক জ্যোতিঃস্বৰূপ আছেন । দেশীয় মুক্ত 833