পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bハ58 প্রকাশিত ভবিষ্যদ্বাক । [২২ অধ্যায় । লোক সকল সেই জ্যোতিতে গমনাগমন করিবে ; এবং পৃথিবীর রাজার। তাহার মধ্যে আপন২ ঐশ্বৰ্য্য ও মহিমা আনিবে । ঐ নগরের দ্বার দিবাতে ২৫ কখনো রুদ্ধ থাকে না, এবং সেস্থানে রাত্রিও হয় না । লোকেরা তাহার মধ্যে সকল দেশের ঐশ্বৰ্য ২৬ ও মহিম। অানিবে । কিন্তু তাহার মধ্যে অপবিত্র ২৭ কি ঘৃণাহ কৰ্ম্মকারী কি মিথ্যার উৎপাদক কেহ কদচ প্রবেশ করিতে পাইবে না ; যাহাদের নাম মেষশাবকের জীবনপুস্তকে লিখিত আছে, কেবল তাহারাই প্রবেশ করিতে পাইবে । ২২ অধ্যায় । ১ অমৃত নদীর ও অমৃত বৃক্ষের দর্শন ও ঈশ্বরের লোকদের সুখ ৬ ও দূতের ও গ্রীষ্টের কথা ৮ ও দূতের আপন পূজা নিষেধ করণ ১২ ও শ্রীষ্টের কথা ১৮ ও এই পুস্তকের হ্রাসবুদ্ধি করণে অভিশাপ ২১ ও মঙ্গল প্রাথন । তদনন্তর দূত ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন- ১ হইতে নির্গত স্ফটিকবৎ নিৰ্ম্মল অমৃত জলের নদী তামাকে দেখাইল । এবং পথের মধ্যে অর্থাৎ ২ ঐ নদীর দুই পাশ্বে দ্বাদশ বার ফলদায়ক অমৃত বৃক্ষ আছে ; সে বৃক্ষেতে মাসে ২ ফল ধরে } উহার পত্রদ্বারা দেশীয় লোকদের সুস্থত জন্মে । এবং কোন অভিশাপ তার হয় না, কিন্তু ঈশ্ব- ৩ রের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে অণছে । এবং তাহার সেবকের র্তাহাকে সেবা ক- ৪ রিয় তাহার মুখদর্শন করে, ও কপালে তাহার নামের চিহ্ন ধারণ করে । সে স্থানে রাত্রি হয় না, ৫ প্রভু পরমেশ্বর তাহাদের ಕ್ হন ; তাহী 834