পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о > X > * ২২ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । bハうむ দের প্রদীপ কি সূৰ্য্যকিরণের প্রয়োজন থাকে না ; এবং তাহারা নিত্য ২ রাজত্ব করে । অনন্তর তিনি আগমণকে কহিলেন, “এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য; পবিত্র ভবিষ্যদ্বক্তৃগণের প্রভু পরমেশ্বর আপন সেবকদিগকে শীঘ্ৰ ভাবি ঘটনা জ্ঞাত করিতে আপন দুতকে প্রেরণ করিয়াছেন । ( যীশু কহেন, ) “দেখ, আমি শীঘ্ন আসিতেছি ; যে ব্যক্তি এই পুস্তকের তাবৎ ভবিষ্যদ্বাক্য পালন করে, সে ধন্য ।” আমি যোহন এই সকল দেখিলাম ও শুনিলাম ; ইহ দেখিলে শুনিলে যে দুত আমাকে এই সমস্ত দেখাইল, তাহাকে ভজনা করিতে তাহার পদতলে পড়িলাম । তাছাতে সে অামাকে কহিল, “সাবধান, এমত কৰ্ম্ম করিও না ; কেননা যেমন তুমি এবং তোমার ভবিষ্যদ্বক্তৃভাতৃগণ এবং এই পুস্তকের বাক্য পালনকারিগণ, তদ্রুপ আমিও এক জন সহদাস ; ঈশ্বরের ভজনা কর । পুনশ্চ সে আমাকে কহিল, ‘তুমি এই পুস্তকের ভবিষ্যদ্বাক্য সকল মুদ্রাঙ্কিত করিও না ; সময় নিকটবৰ্ত্তী ! যে অন্যায়ী হয় সে অন্যায়ী থাকুক, ও যে অশুচি হয় সে অশুচি থাকুক ; এবং যে ধাৰ্ম্মিক হয় সে ধাৰ্ম্মিক থাকুক, ও যে পবিত্র হয় সে পবিত্র থাকুক । “দেখ, আমি ( যীশু ) ত্বরায় আসিতেছি ; প্রত্যেক মনুষ্যকে আপন২ কৰ্ম্মানুসারে ফল দিতে আমার ১৩ সহিত পুরস্কার আছে । আমি ক ও ক্ষ, অর্থাৎ X 8 অাদি ও অন্তস্বৰূপ, প্রথম ও শেষ । যাহারা তা হার তাজা পালন করে, তাহারাই ধন্য ; কেননা 835