পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। qGr উত্তর দিতে পারিল না ; আর সেই দিবসাবধি তাহাকে কোন কথা জিজ্ঞাসা করিতে কাহারও সাহস হইল না । ২৩ অধ্যায় । ১ ফিরূশিদের ও অধ্যাপকদের কথা মান্য করণ ও আচার ত্যাগ করণ বিষয়ে উপদেশ ১৩ এবং তাহাদের সন্তাপ পুকাশ করণ ৩৪ ও যিরশালম বিনাশ বিষয়ক ভবিষ্যদ্বাক্য । ১ পরে যীশু লোকসমূহকে ও শিষ্যদিগকে কহিলেন, ২ অধ্যাপকের ও ফিৰশির মূসার আসনে বসিয়া থাকে ; ৩ অতএব তাহার তোমাদিগকে যাহাই মান্য করিতে অজ্ঞ দেয়, তাহ মানিও এবং পালন করিও; কিন্তু তাহীদের কৰ্ম্মানুযায়ি কৰ্ম্ম করিও না ; কেননা তাহদের কথামাত্র ৪ সার, কাৰ্য্যেতে কিছুই নয় । আর তাহারা দুৰ্ব্বাহ গুরুতর ভার বান্ধিয়া মনুষ্যদের স্কন্ধের উপরে অপর্ণ করে ; কিন্তু আপনারা এক অঙ্গুলি দিয়াও তাহ সরায় না । ৫ কেবল লোক দেখান সমস্ত কৰ্ম্ম করে ; ফলতঃ পট্টবদ্ধ প্রশস্ত করিয়া ধারণ করে, এবং নিজ বস্ত্রে দীর্ঘ২ থোপ ৩ ধারণ করে ; আর ভোজনের সময়ে প্রধান আসন ও ৭ ভজনালয়ে প্রধান স্থান, এবং হাট বাজারে লোকদের নমস্কার, এবং গুরু নামে সম্ভাষণ, এই সকলি ভাল বাসে। ৮ কিন্তু তোমরা তদ্রুপ গুরু নামে সম্ভাষিত হইও না, যেহেতুক তোমাদের একই গুরু খ্ৰীষ্ট, এবং তোমরা সকলে ৯ পরস্পর ভ্রাতা । আর পৃথিবীর মধ্যে কাহাকেও পিত বলিয়া সম্বোধন করিও না, কেননা তোমাদের একই ১০ স্বৰ্গস্থ পিতা । তোমরা কখনও গুরু নামে সম্ভাষিত ১১ হইও না, কারণ তোমাদের একই গুরু খ্রীষ্ট । এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ, সে তোমাদের সেবক ১২ হইবে । কেননা যে কেহ আপনাকে উন্নত করে, তাহাকে 75