পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ○ মথিলিখিত সুসমাচার। [২৩ অধ্যায় । নত করা যাইবে ; কিন্তু যে কেহ আপনাকে নত করে, তাহাকে উন্নত করা যাইবে । হায়ং কপটি অধ্যাপক ও ফিন্ধশিগণ, তোমরা মনুষ্যদের ১৩ স্বৰ্গরাজ্যে গমনের পথ রুদ্ধ করিতেছ ; তোমরা আপনার তন্মধ্যে প্রবেশ কর না, এবং প্রবেশ করিতে উদ্যত লোকদিগকেও প্রবেশ করিতে দেও না । হায়২ কপটি ১৪ অধ্যাপক ও ফিকশিগণ, তোমর বিধবাদিগের সর্বস্ব গ্রাস করিয়া ছলেতে দীর্ঘ প্রার্থনা কর ; তোমাদের ঘে রতর দণ্ড হইবে । হায়২ কপটি অধ্যাপক ও ফিন্ধশিগণ, ১৫ তোমরা এক জনকে স্বধৰ্ম্মাবলম্বী করিতে সমুদ্র ও ভূমণ্ডল প্রদক্ষিণ কর, এবং কাহাকেও পাইলে আপনাদিগের অপেক্ষ তাহাকে দ্বিগুণ নরকের পাত্র কর । হায়হ অন্ধ ১৬ পথদর্শক সকল, তোমরা বল, মন্দিরের দিব্য করতে কিছুই হয় না, কিন্তু যে জন মন্দিরস্থ স্বর্ণের দিব্য করে, সে দায়গ্রস্ত হয় । হে মূঢ় ও অন্ধ সকল, স্বর্ণ এবং সেই ১৭ স্বর্ণকে পবিত্র করে যে মন্দির, এই উভয়ের মধ্যে কি শ্রেষ্ঠ ? আর ও বল, যজ্ঞবেদির দিব্য করিলে কিছুই হয় না, ১৮ কিন্তু যে জন তদুপরিস্থ দানের দিব্য করে, সে দায়গ্ৰস্ত ১৯ হয় । হে মূঢ় ও অন্ধ সকল, দান এবং তাছাকে পবিত্র করে যে যজ্ঞবেদি, এই উভয়ের মধ্যে কি শ্রেষ্ঠ ? অতএব ২০ কেহ যজ্ঞবেদির দিব্য করিলে বেদির ও তদুপরিস্থ সমস্তের দিব্য করা হয় । এবং কেহ মন্দিরের দিব্য করিলে ২১ মন্দিরের ও তন্নিবাসির দিব্য করা হয় । এবং কেহ ২২ স্বর্গের দিব্য করলে ঈশ্বরের সিংহাসনের এবং তদুপবিষ্টেরও দিব্য করা হয় 1 হয় ২ কপটি অধ্যাপক ও ২৩ ফিবশিগণ, তোমরা পোদিনার ও মেরীর ও জীরার দশ মাংশ দিতেছ ; কিন্তু ব্যবস্থার মধ্যে গুরুতর যে ন্যায় ও 76 4.