পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। %ግ দয়। ও বিশ্বস্ততা, এ সকল পরিত্যাগ করিতেছ ; এ সকল পালন করা ও অন্যের লঙ্ঘন ন করা তোমাদের কৰ্ত্তব্য ২৪ হয় । হে অন্ধ পথদর্শকের মশাকে ছাকিয় ফেল, কিন্তু ২৫ উষ্টকে গ্রাস কর । হায়২ কপটি অধ্যাপক ও ফিৰশিগণ, তোমরা পানপত্র ও ভোজনপাত্রের বহির্ভাগ পরিষকার কর, কিন্তু তাহার অন্তর্ভাগ দেীরাত্ম্যেতে ও অধৰ্ম্মেতে ২৬ পরিপূর্ণ থাকে । হে অন্ধ ফিৰশি লোক, অগ্ৰে পানপত্রের ও ভোজপাত্রের অন্তর্ভাগ পরিষ্কার কর, তাহাতে ২৭ তাহার বহির্ভাগও পরিষ্কৃত হইবে । হায়ং কপটি অধ্যাপক ও ফিৰূশিগণ, তোমরা শুক্লীকৃত কবরস্বৰূপ হইতেছ। যেমন কবরের বহির্ভাগ দেখিতে সুন্দর, কিন্তু অন্তর্ভাগ মৃত ২৮ লোকদের অস্থিতে ও সৰ্ব্ব প্রকার মলেতে পরিপূর্ণ তদনুৰূপ তোমরাও বাস্থেতে লোকদের দৃষ্টিতে ধাৰ্ম্মিক, কিন্তু ২৯ অন্তঃকরণে কেবল কাপট্য ও অধৰ্ম্মেতে পরিপূর্ণ। হায় ২ কপট অধ্যাপক ও ফিন্ধশিগণ, তোমরা ভবিষ্যদ্বক্তৃগণের কবর নির্মাণ কর, এবং সাধুদিগের কবর শোভিত কর, ৩• আর বলিয়া থাক, আমরা যদি আপনাদের পূর্বপুরুষের সময়ে থাকিতাম, তবে ভবিষ্যদ্বক্তৃগণের রক্তপাতে তাহাদের ৩১ সহভাগী হইতাম না । এ প্রকারে তোমরা যে ভবিষ্যদবক্তৃগণের বধকারিদের সন্তান, এ বিষয়ে আপনার আগপ৩২ নাদের সাক্ষ্য দিতেছ। অতএব তোমরা আপন পূর্বপুরু৩৩ ষের পরিমাণ পাত্র পরিপূর্ণ কর । হে সপেরা ও কালসপের বংশ, তোমরা কি প্রকারে নরকদণ্ডহইতে রক্ষা পাইবা ? ৩৪ দেখ আমি তোমাদের নিকটে ভবিষ্যদ্বক্তা ও বুদ্ধিমন্ত ও অধ্যাপকদিগকে প্রেরণ করিব, কিন্তু তাহদের কতক জনকে তোমরা বধ করিব ও ক্রুশে হত করিব, এবং কাহাকে২ ভজনালয়ে কোড়। মারিব। এবং নগরে ২ তাড় 77