পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧ક્ત মথিলিখিত সুসমাচার। [২৪ অধ্যায় । নাও করিব । আর সৎপুরুষ হাবিলের রক্তপাতবিধি, ৩৫ বেরিখিয়ের পুত্র যে সিখরিয়কে তোমরা মন্দিরের ও হোমবেদির মধ্যস্থানে বধ করিলা, তাহার রক্তপাত পৰ্যন্ত, পৃথিবীতে যত সাধু লোকের রক্তপাত হইয়া আসিতেছে, সে সমস্ত অপরাধের দণ্ড তোমাদিগেতে বর্তিবে । আমি ৩৬ তোমাদিগকে যথার্থ কহিতেছি, এই বর্তমান পুরুষেতে ঐ সকল বৰ্ত্তিবে । হে যিৰূশালম্ হে যিৰূশালম তুমি ভবিষ্যদ্র ৩৭ বহুদিগকে বধ করিয়া থাক, এবং আপনার নিকটে প্রেরিতগণকে প্রস্তরাঘাত করিয়া থাক; যেমন কুকুট পক্ষের নাচে আপন শাবক সকলকে একত্র করে, তারূপ আমিও তোমার সন্তান সকলকে একত্র করিতে কতবার ইচ্ছা করিলাম, কিন্তু তোমরা সন্মত হইলা না । দেখ, তোমাদের আবাস উচ্ছিন্ন ৩৮ হইয় পরিত্যক্ত হইবে । আমি তোম দিগকে যথার্থ কহি- ৩৯ তেছি, “যিনি পরমেশ্বরের নামে আসিতেছেন তিনি ধন্য, এমন কথা যে পৰ্য্যন্ত না বলিবা, সে পৰ্য্যন্ত অামাকে আর দেখিতে পাইব না । ২৪ অধ্যায় । ১ মন্দির বিনাশের ভবিষ্যদ্বাক্য ৩ এবং বিনাশ সময়ের ঘটনা ৯ ও শিষ্যদের দুঃখ ১৫ ও লোকদের পলায়ন ২৩ ও ভাক্ত স্ট্রীষ্টের উপস্থিত হওন ২৯ ও ঘিলুদা দেশের দুর্দশ। ৩২ ও ডুমুরবৃক্ষের দৃষ্টান্ত ৩৬ ও পুলয়কালের সদৃশ দুর্দশ ৪২ ও সচেতন হওনের উপদেশ ৪৫ ও বিশ্বস্তু ও অবিশ্বস্ত দাসের দৃষ্টান্ত । পরে যীশু যখন মন্দিরহইতে বহির্গত হইয়। প্রস্থান ক- ১ রেন, তখন শিষ্যেরা তাহাকে মন্দিরের নিৰ্ম্মাণ দেখাইতে আইল । তাহাতে যীশু তাহাদিগকে কছিলেন, তোমরা ২ কি এই সকল দেখ না ? অামি তোমাদিগকে যথার্থ কহি 78