পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। b-? ব্যাপিয়া প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রেরও আগমন হই২৮ বে। যে স্থানে শব থাকে, সেই স্থানেই গৃধ একত্র হয় । ২৯ আর সেই ক্লেশের সময়ের অব্যবহিত পরে সূৰ্য্য অন্ধকারময় হইবে, এবং চন্দ্র জ্যোৎসু দিবে না, এবং আকণশহইতে নক্ষত্রগণের পতন হইবে, ও আকাশমণ্ডলের ৩০ গ্ৰহগণ বিচলিত হইবে। তখন আকাশমধ্যে মনুষ্যপুত্রের চিহ্ন দেখা যাইবে, আর আপন পরাক্রমে ও মহাতেজেতে মেঘান্ধঢ় মনুষ্যপুত্রকে আকাশে আসিতে দেখিয়৷ ৩১ পৃথিবীর তাবৎ বংশীয় লোক বিলাপ করিবে । তখন তিনি মহাশদকারি তুরীর বাদ্যকর আপন দূতগণকে প্রেরণ করিলে তাহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পৰ্যন্ত চতুর্দিকহইতে র্তাহার মনোনীত লোকদিগকে আণনিয়া একত্র করিবে । ৩২ ডুয়ুরবৃক্ষহইতে দৃষ্টান্ত শিখ; যেমন ডুমুরবৃক্ষের নবীন শাখা ও পল্লবাদি নির্গত হইলে গ্রীষ্মকাল সন্নিকট হই৩৩ তেছে, ইহা তোমরা জানিতে পার ; তজপ এই সকল ঘটনা দেখিলেই, সেই সময় দ্বারে উপস্থিত, ইহা জা৩৪ নিও। আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, এই বৰ্ত্তমান কালের লোকদের গত হওনের পূর্বেই সে সকল ৩৫ ঘটিবে । আকাশের ও পৃথিবীর লোপ হইবে, তথাপি আমার কথার লোপ কখনো হইবে না । ৩৩ আর কেবল আমার পিতা ব্যতিরেক মনুষ্য কিম্বা স্বগন্থ দূতগণ কেহই সেই দিবস ও সেই দণ্ড জানায় না। ৩৭ আর নোহের বর্তমান সময়ে যেৰূপ হইয়াছিল, মনুষ্যপু৩৮ ত্রের আগমনের সময়েও তদ্রুপ হইবে । ফলতঃ জলপ্লবনের পূর্বে যে দিবস পৰ্য্যন্ত নোহ জাহাজে আরোহণ না করিল, সেই পৰ্য্যন্ত যেমন লোকেরা ভোজন পান 81