পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ケ8 মথিলিখিত সুসমাচার। [২৫ অধ্যায় আর তিনি এমন এক ব্যক্তির তুল্য, যিনি দূর দেশে ১৪ যাত্রাকালে আপন দাসদিগকে ডাকিয় তাহাদের স্বহ ক্ষমতানুসারে কাহাকে পাচ তোড়া, ও কাহাকে দুই তোড়া, এবং কাহাকে এক তোড়, এই ৰূপে প্রত্যেক জনকে নিজ সম্পত্তি সমর্পণ করিয়। আপনি প্রবাসে প্রস্থান করিলেন । পরে যে দাস পাচ তোড়া পাইল, সে গিয় তাহাদ্বার। বাণিজ্য করিয়া আর পাঁচ তোড়া বৃদ্ধি করিল। এবং যে দাস দুই তোড়া পাইল, সেও আর দুই তোড়া লাভ করিল। কিন্তু যে ব্যক্তি এক তোড়। পাইল সে গিয়৷ মৃত্তিক খনন করিয়া তন্মধ্যে আপন প্রভুর ঐ টাক লুকাইয়। রাখিল । অনন্তর বহুকালের পর সেই দাসদিগের প্রভু আসিয়া তাহদের নিকটহইতে লেখাযোখা লইলেন । তখন যে ব্যক্তি পাচ তোড় পাইয়াছিল, সে আর পাঁচ তোড়াও লইয়। আসিয়া কহিল, হে প্রভো, আপনি আমাকে পাচ তোড়া টাক। সমপণ করিয়াছিলেন ; দেখ, তাহাদ্বারা আর পাঁচ তোড়া লাভ করিয়াছি । তখন তাহার প্রভু তাহাকে কহিলেন, হে উত্তম বিশ্বাস্য দাস, তুমি ধন্য, অলপ বিষয়েতে বিশ্বস্ত হইল, অতএব তোমাকে বহু বিষয়ের অধ্যক্ষ করি ; তুমি আপন প্রভূর সুখের ভাগী হও । পরে যে ব্যক্তি দুই তোড়া পাইয়াছিল, সেও আসিয়া কহিল ; হে প্রভো, আপনি আমাকে দুই তোড় সমপর্ণ করিয়াছিলেন ; দেখ, তাহাতে আর দুই তোড় লাভ করিয়াছি । তাহাতে তাহার প্রভূ তাহাকে কহিলেন, ছে উত্তম বিশ্বাস্য দাস, তুমি ধন্য ; অলপ বিষয়ে বিশ্বস্ত হইলা ; অতএব তোমাকে বহু বিষয়ের অধ্যক্ষ করি ; তুমি আপন প্রভুর সুখের ভাগী হও । অনন্তর যে জন এক তোড়া পাইয়াছিল, সে আসিয়া কহিল, হে প্রভো, আমি 84 > (t ১ ৩ > * > ケ X > R • R > ર ર R. No R 8