পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペう মথিলিখিত সুসমাচার। [২৫ অধ্যায়। নন। আমি ক্ষুধিত হইলে আমাকে আহার দিয়াছ, এবং পিপাসিত হইলে পেয় দ্রব্য দিয়াছ, এবং বিদেশী হইলে স্বস্থানে লইয়াছ ; এবং বস্ত্রহীন হইলে বস্ত্র পরাইয়াছ, এবং পীড়িত হইলে আমার তত্বাবধারণ করিয়াছ, এবং কারাগারস্থ হইলে আমার নিকটে গিয়াছ । তখন ধাৰ্ম্মিকেরা উত্তর করিবে ; হে প্রভো, কখন তোমাকে ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছি ? বা পিপাসিত দেখিয়৷ পান করাইয়াছি ? এবং কখনই বা তোমাকে বিদেশী দেখিয়। স্বস্থানে লইয়াছি ? আর কখনই ব৷ তোমাকে উলঙ্গ দেখিয়া বস্ত্র পরাইয়াছি ? এবং কখনই বা তোমাকে পীড়িত কি কারাগারস্থ দেখিয়া তোমার নিকটে গিয়াছি ? তখন রাজ। তাহাদিগকে প্রত্যুত্তর করবেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, আমার এই ভ্রাতৃগণের মধ্যে কোন এক ক্ষুদ্রতমের প্রতি যাহা করিয়াছ, তাহ আমারই প্রতি করিয়াছ । পশ্চাৎ তিনি বামদিকস্থিত লোকদিগকে কহিবেন, আরে শাপগ্ৰস্ত সকল, শয়তানের ও তাহার দুতগণের জন্যে যে অনন্ত অগ্নি প্ৰস্তুত আছে, তোমরা আমার নিকটহইতে সেই অগ্নিতে চলিয়া যাও । কেননা আমি ক্ষুধিত হইলে আমাকে আহার দেও নাই, ও পিপাসিত হইলে পেয় দ্রব্য দেও নাই, এবং বিদেশী হইলে স্বস্থানে লও নাই, ও বস্ত্রহীন হইলে বস্ত্র পরাও নাই, এবং পীড়িত ও কারাগারস্থ হইলে আমার তত্বাবধারণ কর নাই । তখন তাহারাও উত্তর করবে, হে প্রভো, কোন সময়ে তোমাকে ক্ষুধিত, কি পিপাসিত, কি বিদেশী, কি উলঙ্গ, কি পীড়িত, কি কারাগারস্থ দেখিয়া তোমার সেবা করি নাই ? তখন তিনি তাহাদিগকে প্রত্যুত্তর করবেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, তোমরা ইহাদের কোন এক 86 ৩৬ Nうq NOb Nలిన 8 e 8 × 8 R 8 \o 8 8 8 (R