পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꭽb~ মথিলিখিত সুসমাচার। [২৩ অধ্যায়। দরিদ্রের তোমাদের নিকটে সতত থাকে, কিন্তু আমি তোমাদের নিকটে সতত থাকি না । সে অামার শরীরের উপরে ঐ সুগন্ধি তৈল ঢালিয়া আমার কবর দিবার কৰ্ম্ম করিল । অতএব আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, জগৎ সমুদয়ের মধ্যে যে২ স্থানে এই সুসমাচার প্রচারিত হইবে, সেই ২ স্থানে এই স্ত্রীর স্মরণার্থে এই কৰ্ম্মের কথাও প্রচারিত হইবে । পরে দ্বাদশ শিষ্যের মধ্যে ঈস্করিয়োতীয় যিহুদ নামে এক জন প্রধান যাজকদিগের নিকটে গিয়া কছিল, যদি যীশুকে তোমাদের হস্তে সমর্পণ করি, তবে আমাকে কি দিব ? তখন তাহার। তাহাকে ত্রিশ টাকা দিতে প্রতিজ্ঞ। করিল । সে তৎকালাবধি তাহাকে পরহস্তগত করিবার নিমিত্তে সুযোগ চেষ্টা করিতে লাগিল । অনন্তর তাড়াশূন্য রুটীর পর্বের প্রথম দিবসে শিষ্যেরা যীশুর নিকটে গিয়া জিজ্ঞাস করিল, আপনকার নিমিত্তে অণমর কোথায় নিস্তার পর্বের ভোজের আয়োজন করিব? আপনকার ইচ্ছা কি ? তখন তিনি কছিলেন, নগরের মধ্যে অমুক ব্যক্তির নিকটে যাইয়। বল, গুরু কহিতেছেন, আমার কাল সন্নিকট ; শিষ্যগণের সহিত তোমার গৃহে নিস্তার পর্বের ভোজ করিব । তাহাতে শিষ্যেরা যীশুর সেই ৰূপ আদেশানুসারে কৰ্ম্ম করিয়৷ সেই স্থানে নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিল । পরে সন্ধ্যাকাল উপস্থিত হইলে তিনি দ্বাদশ শিষ্যের সহিত বসিলেন । আর ভোজনকালে কহিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, তোমাদের মধ্যে এক জন অণমাকে পরহস্তগত করিবে । তখন তাহারা অত্যন্ত দুঃখিত হইয়া প্রত্যেক জন কহিতে লাগিল, হে প্রভো, সে কি আমি ? তাহাতে তিনি কছিলেন, 88 X > > R > Nう > 8 > (t Y V) 》 어 > レア X > R • R > R. R. > No