পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। br> আমার সঙ্গে যে জন ভোজনপত্রে হস্ত মগ্ন করিবে, সেই ২৪ আমাকে পরহস্তগত করিবে । আর মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লিখিত আছে, তদনুসারে তাহার গতি হইবে ; কিন্তু যে ব্যক্তির দ্বারা মনুষ্যপুত্র পরহস্তগত হইবেন, হায়২ ২৫ তাহার জন্ম ন হইলে ভাল হইত। তখন বিহুদী নামে যে ব্যক্তি র্তাহাকে পরহস্তগত করিল, সেই কহিল, হে গুরো, সে কি আমি ? তাহাতে তিনি কহিলেন, সত্য কহিলা । ২৬ পরে তাহদের ভোজনের সময়ে যীশু রুট লইয়া ঈশ্বরের গুণানুবাদ পূর্বক ভাঙ্গিয় শিষ্যদিগকে দিয়৷ কহিলেন, ইহা লইয়। ভোজন কর, এ আমার শরীরস্বৰূপ ৷ ২৭ পরে তিনি পানপত্র লইয়া ঈশ্বরের গুণানুবাদ করিয়া তাহাদিগকে দিয়া কহিলেন তোমরা সকলেই ইহাতে পান ২৮ কর ; কারণ ইহা নূতন নিয়মের ও অনেকের পাপক্ষমার ২৯ নিমিত্তে পাতিত আমার রক্তস্বৰূপ । আর আমি তোমাদিগকে কহিতেছি, যাবৎ আপন পিতার রাজ্যেতে তোমাদের সঙ্গে নূতন দ্রাহ্মণরস পান না করিব, তাবৎ আমি ৩০ দীক্ষাফলের রস আর কখনো পণন করিব না । পরে তাহার এক গীত গান করিয়া জৈতুন পৰ্ব্বতে গমন করিল ৷ ৩১ তখন র্যীশু তাহাদিগকে কহিলেন, এই রাত্রিতে আমি তোমাদের সকলের বিষ্ণুস্বৰূপ হইব ; কেননা লিপি আছে, “ আমি মেষপালককে প্রহার করিব, তাহাতে পালের ৩২ “ মেষের ছিন্নভিন্ন হইয়া যাইবে ।” কিন্তু কবরহইতে আমার উত্থান হইলে পর তোমাদের আগ্ৰে গালীলেতে ৩৩ যাইব । পিতর তাহাকে উত্তর দিল, যদ্যপি তুমি সকলের বিঘুম্বৰূপ হও, তথাপি কোন ক্রমে আমার হইব না । ৩৪ তাহাতে যীশু কহিলেন, আমি তোমাকে যথার্থ কহিতেছি, 89