বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 ধূলিরূপ পিষিয়া জলে ছড়াইয়া ইস্রায়েল বংশকে পান করাইল । পরে মুসা হারোগকে কহিল, এই লোকের তোমার প্রতি কি করিল ? তুমি ইহাদিগকে কেন এত পাপ ২২ করাইল ? তাহাতে হারোণ কহিল, হে প্রভো, ক্রোধ প্রজবলিত করিও না ; এই লোকের দুষ্টতাতে আসক্ত, ২৩ তাহ। আপনি জ্ঞাত আছেন । ইহারা আমাকে কহিল, আমাদের অগ্রসর হইতে আমাদের নিমিত্তে দেবতা নির্মাণ কর, কেননা মিসরদেশহইতে আমাদিগকে বাহির করিয়া আনিল যে মুসা, তাহার কি দশ ঘটিল, ২৪ তাহা আমরা জানি না। তখন আমি কহিলাম, তোমাদের যে স্বর্ণ থাকে, তাহ খুলিয়া দেও; তাহাতে তাহার আমাকে তাহ দিল ; আমি তাহ লইয়া অগ্নিতে নিক্ষেপ করিলে তাহাহইতে এই বৎস নির্গত হইল। পরে মুসা লোকদের নগ্নতা* দেখিল,কেননা হারোণ তাহাদের অপমানের জন্যে তাহাদের শত্ৰুদের + মধ্যে ২৬ তাহাদিগকে নগ্ন করিয়াছিল । তখন মূসা শিবিরের দ্বারে দাড়াইয়া কহিল, পরমেশ্বরের পক্ষে কে ? সে আমার নিকটে আইসুক ; তাহাতে লেবির সন্তানগণ ২৭ তাহার নিকটে একত্র হইল। পরে সে তাহাদিগকে কহিল, ইস্রায়েলের প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, তোমরা প্রত্যেক জন আপন ২ উরুতে খড়গ বাধিয়া শিবিরের মধ্য দিয়া এক দ্বার অবধি অন্য দ্বার পর্যন্ত গতায়াত কর, ও প্রতি জন আপন ২ ভাতা ও মিত্র ও ২৮ প্রতিবাসিকে বধ কর। তাহাতে লেবির সন্তানের মূসার বাক্যানুসারে তদ্রুপ করিলে সেই দিনে লোকদের মধ্যে নূ্যনাধিক তিন সহস্ৰ লোক মারা পড়িল । ২৯ কেননা মূসা কহিয়াছিল, তোমরা আদ্য প্রত্যেক জন আপন ২ পুত্র ও ভাতাদের বিপক্ষু হইয়া পরমেশ্বরের উদ্দেশে আপনাদিগকে পবিত্র কর ১, তাহাতে তিনি এই দিনে তোমাদিগকে আশীৰ্ব্বাদ করবেন। পরদিনে মূসা লোকদিগকে কহিল, তোমরা মহাপাপ করিলা, এখন আমি পরমেশ্বরের নিকটে আরোহণ করিতেছি ; যদি হয়, তবে আমি তোমাদের পাপের ৩১ প্রায়শ্চিত্ত করিব। পরে মূসা পরমেশ্বরের নিকটে ফিরিয়া কহিল, হায় ২, এই লোকেরা মহাপাপ করিয়া আপনাদের জন্যে স্বর্ণদেবতা নির্মাণ করিল। ৩২ এখন যদি হয়, তবে তাহাদের পাপ ক্ষমা কর; কিন্তু যদি না কর, তবে আমি বিনয় করিতেছি, তোমার লিখিত পুস্তক হইতে আমার নাম কাটিয় ফেল।

  • >

২ ৫ \○○ যাত্রাপুস্তক। ৩৩ তাহাতে পরমেশ্বর মূসাকে কহিলেন, যে জন আমার [৩৩ অধ্যায় ! প্রতিকুলে পাপ করিল, আমি আপন পুস্তক হইতে তাহার নাম কাটিয়া ফেলিব। অতএব যাও, আমি যে ৩ ৪ দেশ বিষয়ে তোমাকে কহিয়াছি, সেই দেশে লোকদিগকে লইয়। যাও ; দেখ,আমার দূত তোমার অগ্রে ২ যাইবে, কিন্তু আমি দণ্ডের দিনে তাহাদের পাপের দণ্ড দিব। লোকেরা হারোণকে বাছুর নির্মাণ করাইল, ওs এই জন্যে পরমেশ্বর লোকদের ব্যাঘাত জন্মাইলেন। ৩৩ অধ্যায় । ১ লোকদের সহিত যাইতে ঈশ্বরের আলিয়। ৪ ও লোকদের দুঃখ ৭ ও শিবিরের বহিরে অবসি লইয়া যাওন মও তাহাঁতে ঈশ্বরের ওত্তর ১২ ও পরমেশ্বরের পতি মসীর নিবেদন ১৮ ও পরমেশ্বরের পশাদ্ভাগ দর্শন অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, যাও, আমি ইব্রাহীমের ও ইসহাকের ও যাকুবের কাছে যে দেশ বিষয়ে এই দিব্য করিলাম, তোমার বংশকে আমি সেই দেশ দিব, সেই দেশে অর্থাৎ দুগ্ধ মধু প্রবাহি দেশে তুমি মিসরদেশহইতে তোমার দ্বারা আনীত লোকদিগকে এখানহইতে লইয়া যাও। আমি তোমার আগ্নে এক দূত পাঠাইয়। কিনানীয় ও ইমোরীয় ও হিন্তীয় ও পিরিষীয় ও হিব্বীয় ও ঘিবৃষীয় লোকদিগকে দূর করিব । আমি তোমাদের মধ্যবৰ্ত্তী হইয়া যাইব না, কেননা তোমরা অবাধ্য; ইহাতে কি জানি,আমি পথের মধ্যে তোমাদিগকে সRহার করি। অপর লোকের এই দুৰ্ব্বাক্য শুনিয়া বিলাপ করিল, কেহ আপন শরীরে অলঙ্কার পরিধান করিল না। কেননা পরমেশ্বর মূসাকে কহিয়াছিলেন, তুমি ইস্রায়েল ব^শকে এই কথা কহ, তোমরা অবাধ্য, আমি এক নিমিষে তোমাদের মধ্যে যাইয়া তোমাদিগকে সRহার করিব ; তোমরা আপন ২ শরীর হইতে অলঙ্কার দূর** কর, পরে তোমাদের প্রতি কি কৰ্ত্তব্য, তাহ বিবেচন৷ করিব। তখন ইস্রায়েল বংশ হোরেব পৰ্ব্বতের নিকট হওন অবধি আপনাদের সমস্ত অভরণ দূর** করিল। পরে মুসা আবাস লইয়া শিবিরের বাহিরে ও শিবিরহইতে দূরে রাখিল, এবং তাহার নাম মণ্ডলীর আবাস রাখিলঃ তাহাতে পরমেশ্বরের অন্বেষণকারি প্রত্যেক জন শিবিরের বাহিরে মণ্ডলীর আবাসের নিকটে গমন করিল। পরে যে ২ সময়ে মুসা বাহির হইয়া আবাসের নিকটে গেল, সেই সময়ে তাবৎ লোক উীয় আপন ২ তাম্বুর দ্বারে দাড়াইল, এবং যে পৰ্য্যন্ত সস আবাসে প্রবেশ না করিল, তাবৎ তাহার তাহার প্রতি দৃষ্টি করিয়া থাকিল। ෆ t o SSBBSSSBBLSSSBSSBBSBB BBBSBBB BBS LS BBB SLLLS BB SBBA SBBBBS SBS S B S S S S SSKSSBSS00 BSS SBSBBSBS LSSAAAAS SSAAAAS S gg S S gg S BBS KS DSKBBSS SBBSS SBBSS BB BBS BB SeeeS K BBB BS SSS BBB BB BBS BB S SAe BBS BS BBS BBS BBS BBSBBS BB LS0 K 00S00S BB BBS AAAA S AAA S gB S BB AA tttt [৫] গ ১৬ ; ৪ ৫ –[৭] প ৩ । যা ২৯ ; ৪২ । গ ২৭ ; ২ ১ । S BBBBS BBS BBB BBBBBBBSS SBSS BBBB BBB BBBBBS SBB BB BB BB BB SBB BBS