পাতা:ধর্ম্মসাধন.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন সঙ্কেত । డిసె প্রকৃত সময়। ঈশ্বরের করুণ সম্বল করিয়া লইলে সমস্ত দিন ভাল যায়। নিদ্রাভঙ্গ হইয়াই ঈশ্বরের উপর নির্ভর করা যাহাদের স্বাভাবিক ভাব, র্তাহাদিগের অবস্থা উন্নত। র্যাহার প্রাতঃকালেই ঈশ্বরকে পূর্ণহীদয়ে উপাসনা করিতে না পারেন, তাহার দিনের মধ্যে অন্য সময় নির্দিষ্ট রাখিতে পারেন; কিন্তু প্রাতঃকালে একবার হৃদয়ের সহিত ঈশ্বরকে স্মরণ করিতে যেন অভ্যাস করেন। - - . . . - * * প্র। যে দিন সংসারের এত কৰ্ত্তব্য বা কোন স্থানে যাইবার এত ত্বর। যে উপাসনার জন্য অধিক সময় পাওয়া যায় না, সে দিন কি কৰ্ত্তব্য ? : , ... • উ। যে দিন কৰ্ত্তব্য কাৰ্য্য অধিক থাকে, সে দিন ঈশ্বরকে যদি হৃদয় খুলিয়। বলি যে উপাসনা ও কাজ উভয়ই তোমার, আমি নির্জনে তোমাকে লইয়া অধিকক্ষণ থাকিতে পারিতেছি না, তোমার আদেশ শিরোধার্য্য করিয়া আমাকে বাহির হইতে হইতেছে, তাহ হইলে অল্প সময়ের মধ্যেও ভাল উপ{ সনা হয় ৷ : , - & ~ - tomomo" সাধন সঙ্কেত ! প্র । ধৰ্ম্মসাধন করিতে হইলে চিরকাল কি বাহিরের বড় বড় উপায় ধরিয়া থাকিতে হইবে ? . . উ। অনেকে একত্র না হইলে—অনেক আয়োজন না করিলে যদি ধৰ্ম্মসাধন না হয়, তাহ হইলে সেটা স্থায়ী এবং সহজ উপায় নহে । এমন অনেক সময় আছে, যখন বাহিরের অবস্থা কোন প্রকারেই অনুকুল নহে । সেই সকল