বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মসাধন.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s \ , o डॅन्नेतों★fनं ।। २१ ঈশ্বর আমাদের অপরাধের জন্য অনেক সময় দেখা দেন না, অনেক সময় কাদিয়া মরিলেও দেখা দেন না –সে কেবল আমা দের অনিষ্ট হইবে বলিয়া। অনেক সময় আশা করি না, আপনাদিগকে অপ্রস্তুত ভাবি, অথচ দেখা দেন। তামাদের ইচ্ছা তার ইচ্ছা নয়। তিনি আত্মার চিকিৎসার যথার্থ কৌশল জানিয়া কাৰ্য্য করেন। । .. প্র । কিরূপ অবস্থা হইলে ঈশ্বরের নিত্য দর্শন লাভ হয় ? ' r উ। সম্পূর্ণরূপে তাহারই হইতে পারিলে। ভক্তিযোগে ভক্ত ক্ষণকাল তাহার সাক্ষাৎ দর্শন লাভ করেন, সেই ভক্তি যোগ সমুদায় জীবনে ব্যাপ্ত করিয়া অধিকতররূপে র্তাহার দর্শন পান। তিনি ভক্তের জীবন হইলে ভক্ত র্তাহাতে সক এ সপিয়া দেন, র্তাহ ভিন্ন আর কিছু জানেন না, দেখেন না। তাহার সহিত নিত্য সহবাসে ভক্তের জীবন সার্থক হয় । প্র । ঈশ্বর যদি সকল মনুষ্যকে সুখী করিতে চান, ভবে এককালে সকলকে আপনার সহবাদ দিয়া কেন কৃতাৰ্থ না করেন ? * , , উ। তিনিত সৰ্ব্বক্ষণ অামাদের সঙ্গে থাকিয়া সহবাস দিয়া রাখিয়াছেন,কিন্তু আমরা নিজে অনুপযুক্ত বলিয়া তাহাকে গ্রহণ করিতে পারিতেছি না। আর তিনি জড়পদার্থের ন্যায় কোন আত্মাকে আপনার সেবক ও সহবাসী করিতে চান না। আমাদিগকে স্বাধীনতা দিয়াছেন, তাহাদ্বারা আমরা ইচ্ছাপূৰ্ব্বক তাহার নিকট যাই, এই তাহার আদেশ ও নিয়ম। তিনিত চান এখনি আমাদিগেকে মুক্তি দান করেন, কিন্তু