পাতা:ধর্ম্মসাধন.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R ঈশ্বরের প্রেম সাধন । సిఫి ইহাতেই ঈশ্বরের সহিত সাধকের সম্মিলন হয় । ইহাকেই বৈষ্ণবের প্রেমভক্তি বলেন । g - প্র! ঈশ্বরের প্রতি প্রেম কি রূপে স্থায়ী হয় ? উ। প্রীতি হইলেই তাহার কাৰ্য হইবে। ঈশ্বরকে প্রীতি করিলাম অথচ তাহার অভিপ্রায় অনুসারে কার্য্য করিলাম না, সে প্রীতি কখন প্রীতি নহে। কাৰ্য্যহীন প্রীতি অধিক দিন স্থায়ী হয় না, শীঘ্রই শুষ্ক হইয়া যায়। অতএব & যেমন প্রীতি করিতে হইবে, তেমনি ঈশ্বর-সেবায় নিযুক্ত থাকিতে হইবে । এরূপ করিলে ঈশ্বর প্রেমের স্থায়িত্বের পক্ষে আর কোন সংশয় থাকিবে না। - প্র । কৃতজ্ঞতা প্রেম বৃদ্ধির উপায় কি না ? - উ। কৃতজ্ঞতা প্রেম বৃদ্ধির উপায় অবশ্য বলিতে হইবে যে ঈশ্বরের প্রেম বুঝে, সেই তাহার প্রতি কৃতজ্ঞ হয়। প্রেম বুঝিলেই তাহার প্রতি প্রেম নিশ্চয় হইবে। পশু হইতে মনুষ্যের প্রভেদ এক এই কৃতজ্ঞতাতে । পশুগণ র্তাহ হইতে উপকার লাভ করিতেছে, অথচ সে জন্য তাছারা তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। কৃতজ্ঞতা বস্তুতঃ মনুষ্যত্বের প্রধান লক্ষণ । প্র । প্রেমসাধনের প্রধান বিঘ্ন কি ? উ । অহঙ্কার। ইহা এমনি ভয়ানক শক্ৰ যে ইহা সাধনের মধ্যেও প্রচ্ছন্নভাবে অবস্থান করে । আমরা দেখিয়াছি যে দিন মনে করিলাম আমরা বেশ ভাল উপাসন করিতে পারি, অমনি উপাসনা শুষ্ক হইয়া গেল, পুনরায় ভাল উপাসনা শীঘ্র হওয়া অসম্ভব হইয়া পড়িল। বস্তুতঃ