পাতা:ধর্ম্মসাধন.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাধীনতা ও প্রেম। · A5 করিয়াছেন যে ঈশ্বর প্রমুক্ত করিবার জন্ত একবার দেখা দিয়া কতকদিনের জন্য অন্তহিত হন । বস্তুতঃ কিছুকাল বিচ্ছেদ ভিন্ন প্রেম কখনই পরিবদ্ধিত হয় না। প্র । এই অবস্থাতে যে দাড়াইয়া থাকিতে পারে না, তাহার কি হয় ? ' উ । ঈশ্বর যাহাকে একবার ধরিয়াছেন তাহকে কখনও ছড়িতে পারেন না । ঈশ্বরের নিকটে আমরা সকলে বড়শী । বিদ্ধ মৎস্যের ন্যায়। যে মাছটা যত বলবান হয়, তাহাকে তত খেলিতে দিবার জন্য যেমন স্থত ছাড়িয়া দেওয়া হয়, পশ্চাৎ নিতান্তু অসহায় হইয়া পড়িলে কূলে আনিয়। তোলা iয়, তেমনি ঈশ্বর যাহার প্রকৃতি যত দুর্দান্ত, তাহাকে তত খেলিতে দেন, পরে যখন সে অনন্যগতি হইয়া পড়ে, তখন তাহাকে নিজ ক্রোড়ে তুলিয়া লন । স্বাধীনতা ও প্রেম | | প্র । আমাদিগের স্বাধীনত। ঈশ্বরের হস্তে দিলে তিনি গ্রহণ করেন কি না ? উ । আমাদের স্বাধীনতা ঈশ্বরের হস্তে দিলে তিনি যে তাহা গ্রহণ করেন একথা বলিতে পারি না । মনুষ্যের আত্মার প্রকৃতিই স্বাধীনতা । স্বাধীনতা বিলোপ করিলে আত্মার প্রকৃতি বিলোপ করা হয়। স্বাধীনতা আৰু হইতে পৃথক হইবার নয় । তবে যখন বলাযায় “হে ঈশ্বর ! আমার স্বাধীনতা তোমার চরণে বিক্রয় করিলাম” তাহার ভাব অন্য