পাতা:ধর্ম্মসাধন.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্তর্দৃষ্টি । 8 S করিলে ছাড়া যায় না, কিন্তু তাহার ঘ্রাণ অনুভব হইলেই তাহ। ছাড়া যায়। আমরা অনেক সময় মনে করি, এভ সাধন করি, একটু পাপ থাকিলই বা, কত লোকের কত থাকে ? ইহাতে পাপে উপেক্ষ হয়, অনুতাপের পথ রোধ হয় । প্র। যাহ। আপাততঃ বুঝিতে না পার বিশ্বাস কর, এ কথার তাৎপৰ্য্য কি ? উ। বুঝিতে পার ও বিশ্বাস করা এ হুয়ের একের ভূমি ! অন্তের বহির্ভূত। বুদ্ধি ও জ্ঞানের ভূমি অল্প, বিশ্বাসের ভূমি প্রশস্ততর। ইহলোক দেখি, বিশ্বাস করি ; পরলোক দেখি জা অথচ বিশ্বাস করি। ইহার মৰ্ম্ম এই যাহা আপনার ক্ষুদ্র তুদ্ধিতে আয়ত্ত করিতে না পারি, তাহ অবিশ্বাস করিতে পারি না । ঈশ্বরের বিষয় কে আয়ত্ত করিতে পারে ? *র্তাহাকে জানি এমন নহে, না জানি যে এমনও নহে” ইহার মৰ্ম্ম যিনি বুঝিয়াছেন, তিনি বিশ্বাসের ভাব বুঝিয়াছেন। আমাদের জ্ঞান স্থল ও অল্প-পরিমিত, আমরা কিছুই হুম্মানুস্থস্মরূপে বুঝিতে পারি না। পরলোক, ঈশ্বরের করুণt ইত্যাদি যতটুকু স্পষ্ট দেখিতে পাই, গ্রহণ করিবই করিব, আবার কতক সত্য বুদ্ধি দ্বারা গ্রহণ করিতে না পারলেও বিশ্বাস করিতে হইবে । ঈশ্বর মঙ্গলস্বরূপ, তবে গোলাপ ফুলে কাটা কেন ? বড়ে এত লোক মরে কেন ? বুদ্ধি ইহা বুঝিতে না পারিয়া ঈশ্বরের মঙ্গলস্বরূপে সন্দেহ ও অবিশ্বাস করে। ভক্ত বলেন এ সকল ঘটনার কারণ আছে, শান্ত্রকারেরা তাহা আবিষ্কার করিবেন, কিন্তু আমি বিশ্বাস চক্ষে ঈশ্বব্লকে কেবলি মঙ্গলময় দেখিতেছি । অনেক ভক্ত আপনার