পাতা:ধর্ম্মসাধন.djvu/১২৭

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্তর্দৃষ্টি । 8へ○ মরণ ফুর্ভি সকলি নির্ভর করে। ভক্তের জ্ঞান, আনন্দ, পুণ্য, শক্তি, সকলি ঈশ্বরেতে। ঈশ্বরের সহিত প্রাণের যোগ হইলে আমরা ব্ৰহ্মপ্রাণী । এই যোগ সাধনদ্বারা, ব্রহ্ম স্মরণদ্বারা হয়—বুদ্ধি দ্বারা নয়। যদি ঈশ্বরকে সৰ্ব্বদা স্মরণ করি, চক্ষু, কর্ণ ইত্যাদিতে তিনি প্রাণ হইয়া আছেন, র্তাহ ভিন্ন ইহাদের কোন শক্তি থাকে না বিশ্বাস করি, তাহা হইলে আপনার ধৰ্ম্ম, বল, আনন্দ সকলের মূলে ঈশ্বরকে দেখি, র্তাহ হইতে বিচ্ছিন্ন হইলে সব অন্ধকার। মাছকে জল ছাড়াইয়া স্থলে আনিলে তাহার যে দশা, ব্ৰহ্ম সন্নিধান হইতে মনুষ্যকে সংসারে আনিলে সেই দশ। ব্রহ্মবিহীন আত্মা মনে মনে জানিতেছে প্রাণের যোগ বিচ্ছিন্ন হইয়াছে, এই বারে মৃত্যু হইবে । সমুদায় জীবনের—আত্মার মূলে তিনি বাস করেন মনে রাখিবে । লোকে তোমার গৌরব করিলে তাহা ঈশ্বরকে দিবে। ঈশ্বরের সঙ্গে প্রাণের যোগ সাধন করিবার উপায়—(১)ঃ—আমার শরীর দেবমন্দির, মন ঈশ্বরের আসন ইহা বারংবার চিত্ত ও স্মরণদ্বারা আয়ত্ত করিতে হইবে। চক্ষু কৰ্ণ প্রাণের মধ্যে র্তাহার অবস্থান দেখিতে পাইবে। (২)—ঈশ্বর ভিন্ন কিছুতে সুখ হয় না ইহা বিশ্বাসে পরিণত করিতে হইবে । মাছ এক নিমেষের জন্য যদি স্থলে থাকিয়া সুখী হুয় তবে সে আর মাছ নয়, বিকৃতস্বভাব হইয়া স্থলের कौझै হইয়াছে। কোন ব্রাহ্ম সংসারের কাজে মগ্ন থাকিয়া সুখী হইলে তিনি আর ব্রাহ্ম নহেন। এই পরীক্ষায় জানা যায়, কে ব্রাহ্ম, কে সংসারী, বা উভচর । கக: