পাতা:ধর্ম্মসাধন.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মানুসন্ধান ! 84 অন্য সময়ের কার্য্যের গুণগ্রহণ ও ক্রটিসংশোধন সহজে হইতে পারে। কিন্তু তা বলিয়া কার্য্য করিবার সময় আত্মবিস্তুত থাকিব না, যতবার পারি আপনার প্রতি সতক দৃষ্টি রাখিয়া সমস্ত দিন কাৰ্য্য করিতে ক্রমশঃ অভ্যাস করিতে হইবে । প্র । কিরূপ নিয়মে প্রতি দিন কাৰ্য্য করিলে আত্মপরী ক্ষার সাহায্য হয় ? - * উ। দিবারম্ভে সমস্ত দিনের সাধারণ ও বিশেষ কাৰ্য্য গুলি ঠিক ভাবে অর্থাৎ ঈশ্বরের আদেশানুসারে করিত্তে চেষ্টা করা, যখনি ঠিক ভাবের কোন বিঘ্ন বা ব্যতিক্রম ঘটবে, তাহা নির্দেশ করা এবং ছোট ছোট অন্তরের সরল প্রার্থনা রিা ঈশ্বরের নিকট ক্ষমা ও আশীৰ্ব্বাদ ভিক্ষ কর । বর্তমানের কৰ্ত্তব্য বর্তমান কালেই সম্পন্ন করা এবং ভাবীকালের উপর কিছু মাত্র ঋণ ভার চাপাইয়। না রাখা । যে কাৰ্য্য করিতে যাওয়া যায়, সাধ্যমত তাহার একটা পরিমাণ করিয়া লওয়া এবং তাহ সম্পূর্ণ না করিয়া ছাড়; যদি অত্যাবশ্যক কোন কাৰ্য্য মধ্যে উপস্থিত হয়, নির্দিষ্ট কাৰ্য্যের অবশিষ্ট ভাগ সময়ের ফ্যক তাল যখন পাওয়া যায়, তখনি সম্পন্ন কর । সমস্ত দিবস যাহাতে নিরলস অথচ সাধু কাৰ্য্যে ব্যাপৃত থাকিতে পারা যায়, এমন ব্যবস্থা করিয়া রাখা । সকল কাৰ্য্য সত্বর হইয়। অগ্রে সম্পন্ন করিবার জন্য এই বাক্যটা স্মর্তব্য, তুমি “তোমার কার্য্যকে চালাও, কাৰ্য্য যেন তোমাকে চালায় না।” প্র । আত্মপরীক্ষার সহিত উপাসনার কিরূপ সম্বন্ধ ?