পাতা:ধর্ম্মসাধন.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিপূদমন ও চরিত্র সংশোধন । ৪৯ করা এবং গুণ যত অধিক হউক আপনার নিতান্ত অনুপযুক্ততা স্মরণ রাখিয়া নম্র হইয়া থাকা বিধেয় । কিন্তু আপনার দোষ দেখিবার জন্ত স্বতঃ পর তঃ চেষ্টা করিতে হইবে এবং তাহা ক্ষুদ্র বোধ হইলেও ভয়ঙ্কর সৰ্পের ন্তায় বোধ করিতে হইবে । দোষ জানিবার একটা উৎকৃষ্ট উপায়, শক্রর মুখে আপনার নিন্দ শ্রবণ করা। উদারচিত্তে এ উপায়ট গ্রহণ করিতে হইবে । রিপুদমন ও চরিত্র সংশোধন । , প্র । হৃদয় অসাড়, পাপ আছে জানিতেছি, তথাপি কষ্ট অনুভব হয় না, এ রোগ প্রতীকারের উপায় কি ? উ। (১) প্রার্থনার সময়ে এই অসাড় ভাব দূর করিবার জন্ত সরলভাবে ঈশ্বরের সাহায্য চাওয়া ; ইহাতে আপনার যত অকিঞ্চন ভাব হইবে, ততই ঈশ্বরের কৃপার উপর নির্ভর । বাড়িতে থাকিবে এবং পবিত্রতার জন্য অনুরাগ হইবে। (২) যে পাপ বহুদিনের পোষিত হইয়া হৃদয়কে অচেতন করিয়৷ রাখিয়াছে, তাহ হইতে কত দূর পর্য্যন্ত গুরুতর বিপদ ও অমঙ্গল ঘটিতে পারে সর্বতোভাবে এই চিন্তা করা, ইহাতে চৈতন্ত্যোদয় হইবার অনেক সম্ভাবনা । - প্র । স্ত্রীলোক সম্বন্ধে ভাল ভাব কিসে হয় ? উ । (১) উপাসনা দ্বারা পুরাতন মন্দ ভাব সকল ফিরাইয়া স্ত্রীলোক সম্বন্ধে পবিত্র ভাব অর্জন করা। (২) পবিত্র স্ত্রীলোকের সংসর্গে মনের ভাব ভাল করা । . . . . (È