পাতা:ধর্ম্মসাধন.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিপুদমন ও চরিত্র সংশোধন। ৫১ পক্ষে অসংগ্ৰন্থ পাঠ, অসৎ অtলাপ ও সংসর্গ হইতে সৰ্ব্বদ দূরে থাকা । - - প্র । পাপ ছাড়িলেও মন্দ কল্পনা কলুষিত করে ? - * উ। কুকল্পনাসকল আমাদিগের মনের সাধারণ ও প্রকৃত অবস্থা প্রকাশ করিয়৷ দেয় । যখন আমরা ভাল হইয়া গিয়াছি বলিয়া অহঙ্কার করি, তখনি পুনরায় পাপে পতিত হই। মনের মন্দ কল্পনা সকল আমাদিগকে সাবধান করিয়া দেয় যে “অহঙ্কার করিও না, দেখ এখনও তুমি নরকে বাস করিতেছ।” * অগসিয়া মনকে কেন

  • শ্রদ্ধাস্পদ বাবু রামতনু লাহিড়ী এই দিবস ( ২২এ চৈত্র—১৭৯৪ শক ) সঙ্গতে উপস্থিত থাকিয় আপনার যে কয়েকটা সম্ভাব ও বহুদৰ্শনের কথা বলেন তাহ পরে লেখা যাইতেছে ;– '

“আমার মনে অনেক সময় অনেক রিপু প্রবল হয়, হজ্জার কথা বলিয়। রাখিলাম, মরিলে কম শাস্তি পাব। পাপের উদ্রেক হইলে আমি ছুটিয়া বাটী হইতে পলাইয়। কোন বন্ধুর মুখ দেখিতে যাই। পাপ নিবারণের এমন উপায় আর আমি ত দেখিতে পাই না । , পরে তিনি পূর্বের শিক্ষিত দলদিগের হইতে কি কি বিষয়ে নীতি শিক্ষালাভ করা যায় তদ্বিষয়ে অনেক করিয়া বলিলেন । পূর্বের শিক্ষিত দল উপকার করাই ধৰ্ম্ম জানিতেন এবং সৰ্ব্ব প্রকার ভ্রম কুসংস্কার ও মিথ্যাকে বিনাশ করিতে সচেষ্ট্র থাকিতেন । “আমি যত জন জানি তাহাদিগের মধ্যে নাস্তিক ছিলেন এমন কেহ বোধ হয় না, কুসংস্কারের ধৰ্ম্ম মানিতেন না বলিয়া লোকে তাহাদিগকে নাস্তিক বলিত । তবে এই বলা যায় যে তাহার নীতির জন্য যত মনোযোগী ছিলেন, ধৰ্ম্ম ও ঈশ্বরের জন্য তত নয়। তাহাদিগের প্রতিজ্ঞা ছিল, যে কোন উপায়ে সত্য প্রতিপালন করিব, যাহারা ধূৰ্ত্ত কপট তাহাদের