পাতা:ধর্ম্মসাধন.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6:8 ধৰ্ম্মসাধন , ইহা অন্তকে দেখাইবার প্রয়োজন নাই, প্রত্যেকে আত্মপরীক্ষার জন্ত আপনার নিকটেই রাখিবেন এবং দিন দিন কোন পাপ কত কমিভেছে ইহাদ্বারা নিরূপণ করিবেন। প্রথমতঃ দৈনিক স্মরণ পুস্তকে প্রথম শ্রেণীর পাপের দাগ দিয়া কিছুদিন সাধন করা ভাল। তাহাতে জঘন্ত পাপ কত কম হয় বুঝা যাইবে। প্র । কোন দোষ কার্য্যে অনুষ্ঠিত না হইলেও কি পাপের মধ্যে গণ্য হইবে ? : - - উ। দোষের কার্য্য হইলেত পাপ বলিয়া গণনা করিতে হইবে, কিন্তু যেখানে কার্য্যের সুবিধা হয় নাই, কিন্তু মনে মনে তজন্ত সম্পূর্ণ ইচ্ছা জন্মিয়াছে সেখানে তাহাকেও পাপ বলিয়া ধরিতে হইবে । মনেতেই পাপ । দশ দিন বনে বসিয়া চিন্তা দ্বার। এত পাপ করা যায়, যে দশ বৎসর সহরে থাকিয়াও তত ठ्ङ्ग न । প্র । মনেতে পাপের যে কোন প্রকার চিন্তা আসুক, তাহাকেই কি পাপ বলিয়া ধরিতে হইবে ? উ। অনেকে এই কথা লইয়া বৃথা গোল করেন, কিন্তু দৃষ্টান্ত দ্বারা ইহা সহজে মীমাংসা করা যাইতে পারে। ( ১ ) একটা পাখী ঘরের এক জানাল দিয়া আসিয়া আর এক জানাল দিয়া উড়িয়া গেল। (২) ঘরের মেজের উপর দিয়৷ একটা ছচ চলিয়া গেল। প্রথমটা আসিল, গেল, কিছুমাত্র তাহার চিহ্ন রহিল না। দ্বিতীয়টা ময়লাপূর্ণ নর্দমার ভিতর হইতে আসিয়া চলিয়া গেল বটে,কিন্তু একটা কাল দাগ রাখিয়া গেল, আধ ঘণ্টা দুৰ্গন্ধ রহিল। পাপ চিন্তাও এইরূপ দুই প্রকারে হইয়া থাকে । , - - *