পাতা:ধর্ম্মসাধন.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন 8 ه مر সেই সময়ে সমস্ত জগৎ দেখিতেছ। জীবন্ত, আনন্দময়, শাস্তি স্বরূপ, দয়ার সাগর এমন যে তুমি এক মাত্র মুক্তিদাতা, আমরা তোমাকে নমস্কার করি। o . . প্রার্থনা সাধন । । প্রশ্ন: “অসত্য হইতে আমাকে সত্যেতে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃতেতে লইয়া যাওঁ।” ইহার অর্থ কি? । উত্তর। এই মহদ্বাক্যত্রয়ে আমাদিগের প্রার্থনার সমুদায় ভাব নিহিত আছে। আমরা যখন যাহা প্রার্থনা করি, কিছুই প্রায় এই তিনটা প্রার্থনার বহির্ভূত নহে। হৃদয়ের সহিত এই তিনটী প্রার্থনা করিতে পারিলে জীবন ধৰ্ম্মভাবে পূর্ণ হয়। আমাদের প্রত্যেকেরই ইহার গুঢ় অর্থ অবগত হওয়া আবশ্যক। - - *. ১ম । “অসত্য হইতে আমাকে সত্যেতে লইয়া যাও।” অসত্যের প্রকৃতাৰ্থ ছায়া বা শূন্য। এই জগতের সমুদায় পদার্থ অসার, ছায়াবৎ ও শূন্যময়। মনের দিকে চাহিয়া দেখিলে । ইহাকেও শূন্য বলিয়া বোধ হয়, পার্থিব সুখের দিকে চাহিলে কেবল অসার বলিয়া বোধ হয়, পৃথিবীর সমুদায় সুখ সম্পদ প্রকৃত অন্তরে দেখিলে অলীক বলিয়া হৃদয়ে স্পষ্ট প্রতীয়