৫৬ ধৰ্ম্মসাধন। পাপের পরিবার যাহাঁতে বৃদ্ধি হয়, তজ্জন্ত সৰ্ব্বতোভাবে চেষ্টা করিয়া থাকে কাহার একটা নবকুমার হইলে যেমন চারি দিক্ হইতে ঢাকি দুলী আসিয়া নাচ বাদ্য করিতে থাকে, একটা নুতন পাপ জন্মিলে তেমনি সকল পাপ ঢাক ঢোল লইয়া আনন্দোৎসব করিতে থাকে । , - প্র । চরিত্র সংশোধন ও উপাসন। এ দুয়ের মধ্যে কঠিন কোনটী? - উ। সাধারণতঃ ধরিলে উপাসন করা সহজ, কেননা তাহাতে আপনার নিকট আপনি দায়ী, অন্তের সঙ্গে গোল বাধে না । তাহাতে কোন ক্রট হইলে ধরা পড়িবার বড় । সম্ভাবনা নাই। চরিত্র সম্বন্ধে পদে পদে অন্তের সহিত সম্বন্ধ, তাহাতে ক্রটি হইলে ধরা পড়িতে হয়, এক জনের চরিত্রের দোষে সকল লোকের বিশেষ অনিষ্ট ঘটিয়া থাকে । ব্রাহ্মের চরিত্র সংশোধন ন হইলে ধৰ্ম্ম মিথ্যা, উপাসনা মিথ্যা, সমাজ মিথ্যা, সব মিথ্যা । প্র। ষড়রিপুর মধ্যে জঘন্ত ও প্রধান কোনটা ? উ। কাম ও ক্রোধ এই প্রথম দুটা সৰ্ব্বাপেক্ষা জঘন্য । এ দুটর সহিত শরীরের অতি গৃঢ় সম্বন্ধ, এই জন্য বাহিরের কাৰ্য্যে ইহারা প্রকাশিত হয় এবং যাহার শরীরে ইহারা বাস করে, প্রায় শরীরের পতন না হইলে তাহাকে ত্যাগ করে না । এই জন্য এ দুইটীর প্রতি বিশেষ সতর্ক থাকা অবিশু্যক এবং যাহতে ইহারা দমন থাকে, সৰ্ব্বতোভাবে তাহার চেষ্টা করা কৰ্ত্তব্য । প্র । ইন্দ্রিয় সকল যৌবনেই প্রবল হয়, বয়োবৃদ্ধি হইলে কি নিস্তেজ হয় না ? - : - I
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৪০
অবয়ব