পাতা:ধর্ম্মসাধন.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিপুদমন ও চরিত্র সংশোধন । ৫৯ উ । যে রাগি স্বভাব, তাহার রাগ উত্তেজনার নিমিত্ত অন্ত লোকের সহায়তা অণবশু্যক করে না । কাছে কোন লোক না পাইলে সে ঘর জুয়ারের সঙ্গেও ঝগড়া করে। একটা দুয়ারে মাথা ঠেকিলে লাগ, লাগ, লাগ’ বলিয়া সে রক্তপাত করে ; কাগজে মনের মত লেখা ন হইলে তাহ সজোরে মুড়িয়া । সুড়িয়া কুট কুটি করিয়া ছিড়িয়া ফেলিয়। তবে সুস্থির হয় । রাগ আপনার শরীরে উৎপন্ন হইয়া আপনাকেই পুড়াইয়া মারে । প্র । কেহ রাগের কথা বলিলে থামাইবার উপায় কি ? উ । রাগের উত্তরে রাগের কথা শুনাইলে রাগীর আহ্নাদ হয়, কেন না উত্তরদাতাও তাহার সমান ভূমিতে দাড়াইয়াছেন, সে আরও আস্ফালন পূর্বক যুদ্ধ করিতে প্রবৃত্ত হয়। রাগের কথা শুনিয়া চুপ করিয়া থাকা ভাল, তাহাতে রাগীর অহঙ্কারে ঘা লাগে, সে অপমানিত হইয়া আপন আপনি চুপ করিয়া যায়। কেবল চুপ না করিয়া সে সময় তাহার জন্য প্রার্থনা করিলে উভয়ের পক্ষে আরও উপকার হয় । প্র । আমরা অনেক সময় কর্তব্য বোধ করিয়া লোকের প্রতি যে রাগ প্রকাশ করি তাহাতে কি দোষ আছে ? উ। সচরাচর দেখা যায়, কাহার প্রতি কোন কারণে মনে মনে রাগিয়া আছি, শেষে কৰ্ত্তব্যের ছল করিয়া সেই রাগ চরিতার্থ করা হয় । ষে যে স্থলে রাগ প্রকাশ হয়, তাহা স্থম্ম রূপে অনুসন্ধান করিলে প্রতীত হয়—যাহার উপর রাগ করি, তাহার ভাল করিবার ইচ্ছা সহস্রাংশের একাংশ আছে কি না ; তাহাকে শুনাইয়া দিব, জব্দ করিব, এই ইচ্ছাটাই দ9• আন ।