পাতা:ধর্ম্মসাধন.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ ধৰ্ম্মসাধন । প্রতি অtসক্তি থাকিবে না বলিয়া সংসারকে ঘৃণা করা প্রকৃত বৈরাগ্যের লক্ষণ নহে । সমগ্র প্রেম ঈশ্বরে সমর্পণ করিলে র্তাহার মধ্য দিয়া অনুরূপ প্রেম সংসারের উপর অtপন আপনি আসিয়া থাকে। তিনি যে ভাবে যে প্রেমদ্বারা জগৎ প্রতিপালন করিতেছেন, সেই প্রেমে প্রেমিক হইয়া সাংসারিক, পারিরীরিক ও সামাজিক কৰ্ত্তব্য সকল সাধন করিলে প্রকৃত বৈরাগ্য সাধন হয় । - - প্র । সংসারের অনিত্যতা চিন্তা করিয়া সংসার পরিত্যাগ করিলে ঈশ্বরের প্রতি মতি ও ভক্তি কি অধিক হয় না ? উ। সংসারের অনিত্যতা চিন্তা দ্বারা যে বৈরাগ্য হয়, তাহাকে শ্মশান বৈরাগ্য বলা যায়। তাহাতে মনে একটা সাময়িক উত্তেজনা আসিয়া ঈশ্বরের দিকে যাইবার কিছু পরি. মাণে সাহায্য করিতে পারে বটে, কিন্তু স্থায়ী ফল লাভ হয় না । শ্মশানে শব দাহন দেখিলে অনেকের মনে কিছু ক্ষণের জন্য বৈরাগ্য আইসে, কিন্তু তাহা আর পরক্ষণে থাকে না । বিশেষতঃ যাহারা বৈরাগ্যের জন্য সব ছাড়িয়া বনে গিয়াছেন, তাহদেরও মনের মধ্যে সংসারের আসক্তি কত প্রবল দেখা গিয়াছে, ইহাতে কত মুনিরও পতন হইয়াছে! দ্বিতীয়তঃ এই বিকৃত উপায়ে সংসারের প্রতি বিরক্তি ও ঘৃণা যত হয়, ঈশ্বরের প্রতি প্রতি তত হয় না । তৃতীয়তঃ ইহা দ্বারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করা হয়। সমুদায় সংসার যার তিনি সংসারকে কখন ছাড়েন না, আমরা কেন তাহ ছাড়িব ? তিনি যে সংসারের উপযুক্ত করিয়া আমাদিগকে এখানে পাঠাইলেন, আমরা তাহা হইতে পলায়ন করিয়া কি পুণ্যবান হইতে পারি ? ^.