পাতা:ধর্ম্মসাধন.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাপুরুষ । ы? প্র । মহাপুরুষ ভবিষ্যতে যে জন্য বিখ্যাত হইবেন, বাল্যকালে তাহা জানা যায় কি না ? . উ। মহাপুরুষ সৰ্ব্বলক্ষণাক্রান্ত হইয়া মাতৃগর্ভ হইতে । ভূমিষ্ঠ হন না এবং এক বৎসর দেড় বৎসরেও তাহার জ্ঞান, বিশ্বাস ও ক্ষমতা সকল প্রকাশিত হয় না । যেমন বীজ হইতে । বৃক্ষের ক্রমশঃ বৃদ্ধি হয় ; তেমনি মহাপুরুষদের অন্তর্নিহিত মহত্ত্বের বীজ ক্রমশঃ স্ফরিত झ्हेच्चा থাকে। তবে বাল্যকালে তাহাদের অপর লোক অপেক্ষ কিছু কিছু অসাধারণ ভাৰ দেখা যায় তাহাতে ভবিষ্যৎ মহত্বের আশী হয়, কিন্তু ঠিক কিরূপ হইবে বলা যায় না। প্র । অধ্যয়ন বt চেষ্ট৷ দ্বারা যে কেহ মহৎ লোক হইতে । পারেন কি না ? : t উ । অধ্যয়ন দ্বারা পণ্ডিত ও ধৰ্ম্মসাধন দ্বারা ধাৰ্ম্মিক হওয়া যায়, কিন্তু যে মহত্ত্বের আলোচনা হইতেছে ইহা হৃদয়সস্তৃত, স্বাভাবিক ও ঈশ্বর প্রদত্ত। মহাত্মা চৈতন্য অদ্বিতীয় : শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, কিন্তু তাহার মহত্ত্ব ভক্তি প্রচারে— তাহ তিনি কাহার নিকট শিখেন নাই । সক্রেটিস কিছু জানি না জানিতেন, ইহাতেই তাহার মহত্ত্ব। আমাদের মতে • ன்ே দ্বারা সকল লোকেই বিদ্বান, ধাৰ্ম্মিক ও কাৰ্য্যপটু হইতে পারেন, কিন্তু লক্ষ বৎসর চেষ্টা করিলেও কেহ সেক্সপিয়ার কি ক্ৰাইষ্ট হইতে পারেন না। মহাপুরুষে ঈশ্বরের সাক্ষাৎ ও বিশেষ করুণ প্রকাশিত হয় এবং তাহাতে জগতেরও বিশেষ মঙ্গল হয়। প্র । মহত্ত্ব কি কি বিষয়ে হইতে পারে ? উ। ধৰ্ম্ম প্রচার, শিল্প, গ্রন্থরচনা, বক্তৃতা, যুদ্ধ সকল - سی