পাতা:ধর্ম্মসাধন.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

麒

ধৰ্ম্মসাধন। - a

ইয়া গেল। ধৰ্ম্ম জীবনে একবার কিছু উন্নতি হইয়া আবার অবনতি হইল। এই প্রকার ত অহরহ হইতেছে। যিনি অমৃতের উৎস, তাহার সহিত প্রাণের স্থায়ী যোগ না হইলে পতন ও মৃত্যুভয় কিছুতেই অতিক্রম করা যায় না। অতএব যখন একবার সত্য পাইলাম, আলোক পাইলাম, জীবন পাইলাম, আর যেন সেই সত্য হইতে বিচ্যুত না হই, আলোক হইতে বঞ্চিত ন হই, জীবন যেন না হারাই, এজন্য হৃদয় o ব্যাকুল হইয়া অমৃতের জন্য অর্থাৎ যাহাকে আশ্রয় করিলে মরিতে হইবে না, ধৰ্ম্ম জীবন হার হইতে হইবে না, সেই শ্বরের জন্য লালায়িত হয়। তখন হৃদয় ব্যগ্রতা সহকারে ত থাকে, যাহাদ্বারা আমি অমর না হই, তাহ লইয়া আমি কি করিব?” “মৃত্যু হইতে আমাকে অমৃতেতে লইয়া |- p. .. ms=mmss="mams বিশ্বাস সাধন। \. \ نیسانس----------به-تی-تحت-سیحیح \ - {--ঈশ্বরেতে বিশ্বাস বলিলে তাহার একটা স্বরূপে বিশ্বাস "বুঝায়, যথা—তিনি সৰ্ব্বব্যাপী, সৰ্ব্বজ্ঞ, পূর্ণমঙ্গল, সৰ্ব্বশক্তিমান, অনন্ত, পূর্ণপবিত্র ইত্যাদি। এক একটা স্বরূপে বিশ্বাস করিবার এক একটা স্বতন্ত্র সাধন। ঈশ্বরেতে বিশ্বাস স্থাপন করিতে হইলে তাহার সত্তাতে বিশ্বাস সৰ্ব্বাগ্রে আবশ্যক। এই মূল বিশ্বাসটা উজ্জল ন হইলে আর কোন বিশ্বাসের সঞ্চাব }*| o *